Hair Fall remedy at home: চুল পড়ে মাথা ফাঁকা? অকালে টাক পড়ার সমাধান লুকিয়ে রয়েছে এই সবজির মধ্যেই! কীভাবে ব্যবহার করবেন? দেখে নিন
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
এর প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হল - বংশপরম্পরা, হরমোনজনিত পরিবর্তন, ওষুধ, মানসিক চাপ, ভিটামিন অথবা মিনারেলের ঘাটতি, কোনও সংক্রমণ, রেডিয়েশন থেরাপি, অস্বাস্থ্যকর জীবনযাত্রা এবং আরও নানা কিছু।
advertisement
অনেকেই রাসায়নিক যুক্ত টোটকার উপর নির্ভর করে থাকেন। যা বেশ ক্ষতিকর। তার থেকে বরং প্রাকৃতিক বা ঘরোয়া টোটকার উপর নির্ভর করা উচিত। এর মধ্যে অন্যতম উপযোগী টোটকা হল টম্যাটো। আর চুলের যত্নের জন্য টম্যাটো ব্যবহার করা হলে চুল হবে নরম আর জেল্লাদার। সেই সঙ্গে চুল ঝরার সমস্যাও হবে উধাও। দেখে নেওয়া যাক, চুলের জন্য টোম্যাটোর উপকারিতা এবং ব্যবহারের উপায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৪. টম্যাটোর মতো ডিমের সাদা অংশেও একাধিক মিনারেল এবং ভিটামিন থাকে। যা চুল গজাতে সাহায্য করে। দুই উপকরণ মিশিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে তা লাগাতে হবে। কিছুক্ষণ রেখে তা ধুয়ে নিতে হবে।৫. টম্যাটোর রসের সঙ্গে টাটকা লেবুর রস মিশিয়ে লাগালেও তা দুর্দান্ত ফল দিতে পারে। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)