TRENDING:

Ganesh Chaturthi 2025: তুঙ্গে গণেশ পুজোর প্রস্তুতি! ১৭ লাখ টাকা বাজেট! নেপালের জানকী মন্দির এবার পুরুলিয়ায়

Last Updated:

Ganesh Chaturthi 2025: নেপালের জনকপুরে অবস্থিত জানকী মন্দির হল একটি বিখ্যাত হিন্দু মন্দির। যা দেবী সীতাকে উৎসর্গীকৃত। এটি নেপালের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: নেপালের জনকপুরে অবস্থিত জানকী মন্দির হল একটি বিখ্যাত হিন্দু মন্দির। যা দেবী সীতাকে উৎসর্গীকৃত। এটি নেপালের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। আর এবার সেই জানকী মন্দির তৈরি হতে চলেছে পুরুলিয়ায়।
advertisement

আরও পড়ুনঃ একবার কিনে দিনের পর দিন ব‍্যবহার করছেন অ্যালুমিনিয়াম-নন-স্টিক বাসন? ভুল করছেন! জেনে নিন কখন এই বাসনগুলি ফেলে দেওয়া উচিত

পুরুলিয়া জেলা তথা রাজ্যের বিগ বাজেটের গণেশ পুজোগুলোর মধ্যে অন্যতম নিতুড়িয়ার পারবেলিয়ার গণেশ পুজো। পারবেলিয়া সরস্বতী ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হওয়া এই গণেশ পুজোর মণ্ডপ এবার নেপালের জানকী মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। প্রায় ১৭ লাখ টাকা বাজেটে তৈরি হবে মন্দির। খুঁটিপুজোর মধ্য দিয়ে মন্দির তৈরির প্রস্তুতি শুরু হল সোমবার থেকে। বিশেষ অতিথিদের উপস্থিতিতে পারবেলিয়ার সরস্বতী ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এদিন খুঁটিপুজো হয়।

advertisement

জানা যায়, নিতুড়িয়ার পারবেলিয়ার গণেশ পুজো এবার ২৭ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আগামী ২৭  অগাস্ট থেকে শুরু হবে পুজো। মন্দির চত্বরজুড়ে বসবে বিশাল মেলা। একাধিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা চলবে আগামী ১০ দিন ব্যাপী। থাকবে আকর্ষণীয় একাধিক যাত্রাপালা। উল্লেখ্য, বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম নিতুড়িয়ার পারবেলিয়ার এই গণেশ পুজো পুরুলিয়া জেলায় বরাবরই আকর্ষনীয়। কারণ পুরুলিয়া জেলার বুকে এত বড় আকারের গণেশ পুজো আর তেমনভাবে কোথাও হয় না।

advertisement

View More

গণেশ পুজোর প্রধান উদ্যোক্তা নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদব বলেন, পুরুলিয়া জেলাবাসীকে প্রতিবছরই আমরা এই গনেশ পুজোয় আকর্ষণীয় নিত্য নতুন থিম উপহার দিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নেপালের জানকী মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারের গণেশ পুজো মণ্ডপ। পাশাপাশি গণেশ মূর্তিতেও থাকবে বিশেষ আকর্ষণ। তিনি আরও জানান, ১০ দিন ব্যাপী চলা এবারের পুজোয় রক্তদান শিবিরের পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মসূচিও নেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

 শান্তনু দাস

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ganesh Chaturthi 2025: তুঙ্গে গণেশ পুজোর প্রস্তুতি! ১৭ লাখ টাকা বাজেট! নেপালের জানকী মন্দির এবার পুরুলিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল