TRENDING:

Howrah News: ভয়ঙ্কর রূপ নিতে সময় লাগবে না, সতর্ক হতে হবে এখনই! সাঁতরাগাছি ঝিল নিয়ে সামনে এল ভয়ঙ্কর তথ্য

Last Updated:

সাতরাগাছি ঝিল আগামী দিনে ভয়ঙ্কর হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ঝিল দখল করে গড়ে উঠছে বসতি, সাঁতরাগাছি ঝিল আরও ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি! প্রতিবছর শীত পড়লেই মানুষের নজর ও চর্চায় থাকে সাঁতরাগাছি ঝিল। দশকের পর দশক দেশ-বিদেশের বিভিন্ন পরিযায়ী পাখি সাঁতরাগাছি ঝিলে দেখা যায়। প্রায় তিন-চার মাস পরিযায়ী পাখিদের দেখা মেলে এখানে। এই পাখিদের টানেই বহু মানুষ সাঁতরাগাছি ঝিলপাড়ে ভিড় জমায়। প্রতিবছরই মানুষের আগ্রহ থাকে, এবার কত সংখ্যক ও কত রকমের পরিযায়ী পাখি দেখা মিলছে সাঁতরাগাছি ঝিলে। কিন্তু গত কয়েক বছরে দারুণ ভাবে সংখ্যা কম হয়েছে পরিযায়ী পাখি। এতে উদ্বিগ্ন পক্ষীপ্রেমীরা। আর এর কারণ অপরিকল্পিতভাবে ঝিল পরিষ্কার এবং ঝিল পার্শ্ববর্তী আবাসিক থেকে আবর্জনায় পূর্ণ হচ্ছে। নানা রকম কারণে সমস্যা বাড়ছে ঝিলে। এবার আরও এক ঘটনা সামনে এসেছে, ঝিলের একাংশ দখল করে ক্রমশ বাড়ছে বসতি এমনই অভিযোগ এক বিশেষজ্ঞের।
advertisement

এভাবে চলতে থাকলে আগামী দিনে সাঁতরাগাছি ঝিলের ভবিষ্যৎ ভয়ংকর হতে পারে। অবিলম্বে সদর্থক ভূমিকা পালন করতে হবে। অবাধে নোংরা জল এবং আবর্জনা পড়ছে ঝিলে। এই ঘটনা দারুণভাবে ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। ঠিক এর পাশাপাশি ঝিল দখল করে কোথাও দেখা যাচ্ছে ক্লাব প্রতিষ্ঠান আবার ঝিলের এক পাড়ে গড়ে উঠেছে মানুষের বসতি। তাতেই আরও চিন্তা বাড়ছে।

advertisement

আরও পড়ুন: এ তো মহা কেলেঙ্কারি! লাগালেও থাকছে না, রাতারাতি কোথায় পালাচ্ছে কলের মুখ!

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এ প্রসঙ্গে ডঃ প্রসেনজিৎ দাঁ জানান, “প্রায় ৯৮ বিঘা জমির উপর তৈরি এই ঝিল। বর্তমান সময়ে নানা সমস্যার সম্মুখীন সাঁতরাগাছি ঝিল। এভাবে চলতে থাকলে আগামীদিনে সাঁতরাগাছির ঝিলের পক্ষে ভয়ংকর হতে চলেছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ভয়ঙ্কর রূপ নিতে সময় লাগবে না, সতর্ক হতে হবে এখনই! সাঁতরাগাছি ঝিল নিয়ে সামনে এল ভয়ঙ্কর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল