TRENDING:

Free Dialysis : বীরভূমবাসীর জন্য সুখবর! সিউড়ি সদর হাসপাতালে খুলছে অত্যাধুনিক ১০ শয্যার ডায়ালিসিস কেন্দ্র

Last Updated:

Free Dialysis : বীরভূমবাসীর জন্য সুখবর! সিউড়ি সদর হাসপাতালে খুলছে অত্যাধুনিক ১০ শয্যার ডায়ালিসিস কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্তের সূচনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমবাসীর জন্য সুখবর। সিউড়ি সদর হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হতে চলেছে নতুন অধ্যায়। খুব শীঘ্রই চালু হতে চলেছে অত্যাধুনিক ১০ শয্যাবিশিষ্ট ডায়ালিসিস কেন্দ্র। ইতিমধ্যেই হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় যন্ত্রপাতি বসানোর কাজ প্রায় শেষ। এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল পরিকাঠামো ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সিউড়ি সদর হাসপাতালে আসে।
advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বীরভূম স্বাস্থ্য জেলায় একমাত্র সদর হাসপাতালেই ডায়ালিসিস পরিষেবা পাওয়া যায়। বছর খানেক আগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে পাঁচ শয্যাবিশিষ্ট একটি ইউনিট চালু হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে দু’টি শয্যা অকেজো হয়ে পড়ে এবং পরিষেবা ব্যাহত হয়। বাধ্য হয়ে বহু রোগীকে অন্য জেলায় যেতে হচ্ছিল ডায়ালিসিস করাতে। পরিদর্শনে আসা নেফ্রোলজিস্ট অম্লানকান্তি বিশ্বাস বলেন, “আমরা ইন্সপেকশনের জন্য এসেছি। আগে এখানে ৫ বেডের ইউনিট চলছিল।

advertisement

আরও পড়ুন : সাইকেলে হাওড়া থেকে পুরি যাত্রা দুই বন্ধুর, দীর্ঘ পথে ছড়িয়ে দেবেন পরিবেশ সচেতনতার বার্তা

তিনি আরও বলেন , রোগীদের আরও ভাল পরিষেবা দিতে সেটিকে ১০ বেডে উন্নীত করা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার প্রায় প্রস্তুত, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ইউনিট চালু করার চেষ্টা করছি।” হাসপাতালের সুপার প্রকাশচন্দ্র বাগ জানান, “প্রতিনিধি দলের সবুজ সংকেতের পরই মেশিনগুলি চালু করা যাবে। এখানে ডায়ালিসিস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। প্রতিদিন প্রায় ১০-১২ জন রোগীর ডায়ালিসিস করা হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সিউড়ি সদর হাসপাতালে চালু হতে চলেছে ১০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ডায়ালিসিস কেন্দ্র
আরও দেখুন

নতুন ১০ শয্যা চালু হলে দিনে ৪০-৫০ জন পর্যন্ত রোগী এই সুবিধা পাবেন।” জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নতুন ইউনিটে বসানো হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। পিপিপি মডেলেই এই পরিষেবা চালানো হবে, যাতে রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত হয়। সিউড়ি সদর হাসপাতালের এই নতুন উদ্যোগে জেলার স্বাস্থ্য পরিকাঠামো আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তাদের আশা, নতুন ইউনিট চালু হলে বীরভূম জেলার ডায়ালিসিস রোগীদের আর দূরদূরান্তে ছুটতে হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Dialysis : বীরভূমবাসীর জন্য সুখবর! সিউড়ি সদর হাসপাতালে খুলছে অত্যাধুনিক ১০ শয্যার ডায়ালিসিস কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল