TRENDING:

International Yoga Competition: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় মুর্শিদাবাদের চার প্রতিযোগী!

Last Updated:

International Yoga Competition: রোহন দাস, সমাপ্তি সাহা, সায়ন দাস, চয়ন মণ্ডলরা এই দুর্দান্ত পেয়েছে। তবে এই চারজনের‌ই পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করেই এই চারজন প্রতিযোগী ইতিমধ্যেই জাতীয় স্তরে পুরস্কার জিতেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সুযোগ পেল মুর্শিদাবাদের চার প্রতিযোগী। সেই লক্ষ্যে দিল্লি যাচ্ছে ঐ চারজন। এমন একটি সুযোগ জেলার ক্ষেত্রে যথেষ্ট গর্বের।
advertisement

মুর্শিদাবাদ জেলার কান্দি শহর সংলগ্ন বিভিন্ন এলাকার চর জন প্রতিযোগী এই আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতার সুযোগ পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইউনিভার্সাল যোগা ফেডারেশন। ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার সভাপতি শুভম ঘোষ জানান, চারজন প্রতিযোগী আন্তর্জাতিক যোগাসনে অংশ নেওয়ার যাওয়ার সুযোগ পেয়েছে। এই খবর শুনে গর্ববোধ হচ্ছে। এবং শুধু এই চারজনই নয় এর সঙ্গে আরও অনেকেই জাতীয় স্তরে মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করেছে। তারাও আগামী দিনে আন্তর্জাতিক স্তরের মতো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদী তিনি।

advertisement

আরও পড়ুন: টানা বৃষ্টিতে আচমকা রাস্তার মাঝে ধস! তারপর যা হল…

মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রোহন দাস, সমাপ্তি সাহা, সায়ন দাস, চয়ন মণ্ডলরা এই দুর্দান্ত পেয়েছে। তবে এই চারজনের‌ই পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করেই এই চারজন প্রতিযোগী ইতিমধ্যেই জাতীয় স্তরে পুরস্কার জিতেছে। আর সেই সূত্র ধরেই আন্তর্জাতিক স্তরে ভারতের পতাকা তুলে ধরার সুযোগ এসে গিয়েছে তাদের সামনে। এদিকে জেলা যোগা সংস্থার পক্ষ থেকে এই চার প্রতিযোগীকে সংবর্ধনা জানানো হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Yoga Competition: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় মুর্শিদাবাদের চার প্রতিযোগী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল