Vital Road Collapse: টানা বৃষ্টিতে আচমকা রাস্তার মাঝে ধস! তারপর যা হল...
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Vital Road Collapse: হঠাৎ গুরুত্বপূর্ণ রাস্তায় ধস নামায় সমস্যায় পড়েছেন পথচারীরা। এই প্রসঙ্গে এক বাইক আরোহী কামিনী কুমার সরকার জানান, রাস্তাটির পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে
কোচবিহার: একটানা বৃষ্টির জেরে ধস নামল কোচবিহারের এক গুরুত্বপূর্ণ রাস্তায়। এই ঘটনায় কোনও দুর্ঘটনা না ঘটলেও যেকোনও মুহূর্তে বিপদ ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও রাস্তার ধসে যাওয়া অংশটি সাময়িকভাবে মেরামতির কাজ শুরু করা হয়েছে। তবে রাস্তাটির আরও বিভিন্ন অংশে একই রকম ধসের ছবি ধরা পড়েছে। যেকোনও মুহূর্তে সেই জায়গাগুলিও ধসে যাওয়া সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একটি বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
হঠাৎ গুরুত্বপূর্ণ রাস্তায় ধস নামায় সমস্যায় পড়েছেন পথচারীরা। এই প্রসঙ্গে এক বাইক আরোহী কামিনী কুমার সরকার জানান, রাস্তাটির পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘুরতে পারে। তাছাড়া এই রাস্তাটি ধস নেমে পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেলে স্থানীয়দের যাতায়াতের ক্ষেত্রে প্রভূত সমস্যার সম্মুখীন হতে হবে।
advertisement
advertisement
টোটো চালক কোমল পন্ডিত জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করেন। অ্যাম্বুলেন্সে করে রোগীও নিয়ে আসা হয়। যদি সেই মুহূর্তে কোনও দুর্ঘটনা ঘটে তবে সেই রোগীর প্রাণ বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তাইতো জেলা প্রশাসনের উচিত দ্রুত উদ্যোগ গ্রহণ করে এই রাস্তাটির সম্পূর্ণ মেরামতি করা। তবে গোটা বিষয়টি নিয়ে খাপাইডাঙা এলাকার পঞ্চায়েত সদস্য বানেশ্বর রায় জানান, রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। তবে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তাঁরা করছেন। তবে এখানে জেলা প্রশাসনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
advertisement
বর্তমানে এই রাস্তা দিয়ে বড় যান চলাচল একেবারেই বন্ধ হয়ে রয়েছে। টোটো এবং বাইক ও ছোট গাড়ি চলাচল করছে কোনওরকমে। তবে যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছেন সকল যাত্রীরা। দ্রুতই সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত কোচবিহারের জেলা প্রশাসনের। তাহলেই এই রাস্তার সমস্যা সমাধান করা সম্ভব হবে। এবং বহু মানুষের এই গুরুত্বপূর্ণ পথ ব্যবহারে অনেকটাই সুবিধা হবে।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 12, 2024 7:18 PM IST






