Flood Situation: টানা বৃষ্টিতে বানভাসি, ৯৩-এর বন্যার স্মৃতি ফিরল হ্যামিল্টনগঞ্জে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Flood Situation: টানা বৃষ্টির কারণে জলে ডুবে রয়েছে হামিল্টনগঞ্জ। প্রধান সড়কের উপর দিয়ে বইছে জল। আলিপুরদুয়ার শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে হ্যামিল্টনগঞ্জের যোগাযোগ ব্যবস্থা
আলিপুরদুয়ার: ১৯৯৩ সালের বন্যার স্মৃতি ফিরে এল আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের বাসিন্দাদের মনে। টানা ভারী বর্ষণে বানভাসি গোটা এলাকা। ফলে প্রবল আতঙ্কিত বাসিন্দারা। এবারও কি বন্যার কবলে পড়তে হবে? বর্তমানে এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে এখানকার বাসিন্দাদের মনে।
টানা বৃষ্টির কারণে জলে ডুবে রয়েছে হামিল্টনগঞ্জ। প্রধান সড়কের উপর দিয়ে বইছে জল। যার কারণে আলিপুরদুয়ার শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে হ্যামিল্টনগঞ্জের যোগাযোগ ব্যবস্থা। জলমগ্ন হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন এলাকা। প্রবল বর্ষণ ও বেহাল নিকাশি দরুণ জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। মানুষজনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্রধান সড়কে প্রায় হাঁটু সমান জল দাঁড়িয়ে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, নিকাশি ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। অল্প বৃষ্টি হলেই বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এলাকার বিভিন্ন বাড়িতে জমা জল ঢুকতে শুরু করেছে। প্রশাসনিকভাবে কোনঝ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। হ্যামিল্টনগঞ্জে রয়েছে অগ্নি নির্বাপক কেন্দ্র। প্রধান রাস্তার উপর দিয়ে এমন জল বইছে যে কোথাও আগুন লাগলে দমকলের গাড়ি পৌঁছতে পারবে না সেই এলাকায়। এক কথায় গৃহবন্দীএ এখানকার মানুষজন।
advertisement
কোথা থেকে এত জল এলাকায় প্রবেশ করছে তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। এদিকে বাসরা নদীর জল উপচে পড়ছে। সব মিলিয়ে ১৯৯৩ সালের ভয়াবহ বন্যার স্মৃতি উঁকি মারছে একটু বেশি বয়স্কদের মনে। সেই সময় মৃত্যু মিছিল দেখা গিয়েছিল এলাকায়। ক্ষতি হয়েছিল বাড়ি ঘরের। সেই দুঃসহ স্মৃতি যাতে আর না ফেরে সেটাই এখন সকলের একমাত্র প্রার্থনা।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2024 7:04 PM IST