এইবারের মেলায় মূল আকর্ষণ জলপরীর শো। আর এই জ্যান্ত জলপরীর শো শিশুদের পাশাপাশি বড়দেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু। নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে শিশুদের জন্য জলপরীর অনেক শিক্ষামূলক এবং বিনোদনমূলক শো থাকে যা তাদের আনন্দ দেয়। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে বড় বড় মেলা দেখা গেলেও এখনও কোথাও দেখা যায়নি জলপরীর শো। সাধারণত জলপরীর শো দেখা মেলে না জেলার মেলাগুলিতে। তাই মিলন মেলাতে সেই শো দেখতে ছুটে আসছে আট থেকে আশি।
advertisement
এছাড়া এই মেলায় থাকছে এ রাজ্য এবং ভিন রাজ্য মিলিয়ে মোট ৬৬টি স্টল। ছোট-বড় মিলিয়ে ১৬টিরও বেশি রাইড রয়েছে, যা সাধারণত বিভিন্ন ডিজনিল্যান্ডে পাওয়া যায় সেই রাইড চড়ার সুযোগ পাবে বারুইপুরবাসী এই বারুইপুর মিলন মেলায়। প্রতিদিন সাড়ে তিনটা থেকে রাত ন’টা পর্যন্ত চলবে এই মেলা।
এবারে মেলার বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার শিল্পী দ্বারা পরিচালিত জলপরী শো। মূলত এই জলপরীর শো দেখতে দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় সবাই ছুটে আসছে। এছাড়া রয়েছে
সুনামি রাইড, টোরা টোরা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, জাম্পিং ফ্রগ, জাইন্ড হুইল-সহ অনেক কিছু।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেনাকাটার সঙ্গে থাকছে ভুরিভোজের ব্যবস্থা। বাংলাদেশের পিঠাপুলি থেকে ঢাকাই পরোটা, বিভিন্ন ধরনের চাটমশলা থেকে আরম্ভ করে মেলার বাদাম, গুঁড়ের জিলাপি সবই থাকছে এই মেলায়। বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে শিল্পীরা এসেছেন কাঁথা স্টিচের ডালি নিয়ে।
মেলা ঘিরে থাকে সিসিটিভি ক্যামেরা এবং প্রচুর নিরাপত্তা কর্মী। শীতের শুরুতেই এরকম একটা মেলা উপহার পেয়ে খুশি বারুইপুর বাসী।





