স্টেশন ম্যানেজারকে জানিও হয়নি কোন সুরাহা। প্রায়শই মালগাড়ি চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার কারনে এভাবেই নিত্য রেল যাত্রীদের জীবনে ঝুঁকি নিয়ে মালগাড়ির নিচে থেকেই লাইন পার হতে হয়। যেকোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কখনও কোন যাত্রী পা পিছলে পড়ে যেতে পারেন। কখনও আবার বয়স্ক মানুষদেরও এইভাবে পারাপার করতে দেখা গিয়েছে। যদিও রেলের তরফে পারাপারের জন্য দু’টো ফুট ওভারব্রিজ আছে। তবে তার মধ্যে একটা বেশ কয়েকদিন ধরে সমস্যা থাকার কারণে বন্ধ হয়ে পড়ে আছে। আর একটি ফুটওভার ব্রিজ থাকলেও মানুষ সেভাবে ব্যবহার করে না। কারণ এক নম্বর থেকে দু’নম্বর প্ল্যাটফর্ম বা দু’নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে অনেকটা ঘুরে আসতে হয়। আর সেই কারণে মানুষ এই ভাবে ঝুঁকি নিয়েই পারাপার করছে রেল লাইন। যা যে কোনো সময় বড়সড় বিপদ ডেকে আনতে পারে।