স্বাস্থ্য পরীক্ষার জন্যই আজ থেকে আগামী ৩ দিন উড়ালপুল বন্ধ রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । বিশেষ করে, সোদপুরের দিক থেকে যে-সমস্ত সাধারণ মানুষ বা গাড়ি মধ্যমগ্রাম বা বারাসতের দিকে আসেন, তাঁদের চরম ভোগান্তি!
আরও পড়ুন: ক্লাসের মধ্যেই শিস দিল ছাত্ররা! রাগে সাত ছাত্রের চুল কেটে নিলেন প্রধান শিক্ষিকা!
advertisement
আরও পড়ুন: 'পার্থ-প্রিয়ার কোটি কোটি, আমাদের হাতে শুকনো রুটি', শ্লোগানে উত্তাল মেদিনীপুর
মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধান নিমাই ঘোষ জানান, গতকালই তাঁদের কাছে জেলাশাসকের দফতর থেকে একটি নোটিস আসে, সেখানেই বলা হয়েছে শুক্রবার থেকেই এই ব্রিজ বন্ধ করে দেওয়া হচ্ছে। নিমাই ঘোষ আরও জানান, ব্রিজের কাজ হয়েছে কিছুদিন আগেই, সেই কাজ কতটা এগিয়েছে, সে বিষয়ে তদারকি করতেই এই স্বাস্থ্য পরীক্ষা। পিডব্লিউডি-র ইঞ্জিনিয়াররাই এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন । সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই ব্রিজ বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি ।
Jiaul Alam