দুর্গাপুরের দুর্গাদাসের দোকানে আট বছর ধরে আজও মেলে ১০ টাকায় পাঁচটি আলুর চপ। অর্থাৎ এক একটি চপের দাম মাত্র ২ টাকা। জানা গিয়েছে, প্রতিদিন হাজারেরও অধিক চপ বিক্রি করেন দুর্গাদাস বাবু। প্রায় ২৫ বছর ধরে চলছে তাঁদের এই চপের ব্যবসা। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর এলাকার চপ বিক্রেতা দুর্গাদাস বাবুর দাবি, দীর্ঘদিনের পৈতৃক এই ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতেই স্বল্পদামে চপ বিক্রি করেন তিনি।
advertisement
আরও পড়ুন-মাত্র ৫৩-তে সব শেষ…! অকালে চলে গেলেন বিখ্যাত অভিনেতা, বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ
তাঁর বাবা ধীরেন লৌ প্রথম মোড়ের মাথায় ঠেলাগাড়িতে করে চপ বিক্রি করা শুরু করেছিলেন মাত্র ৫০ পয়সা করে। বার্ধক্যজনিত কারণে তিনি আর চপ বিক্রি করেন না। বর্তমানে তাঁর ছেলে দুর্গাদাস লৌ বাবার চপের ব্যবসা সামলাচ্ছেন। পৈতৃক ব্যবসার ধারাবাহিকতা রক্ষায় তিনি মরিয়া। ৫০ পয়সা থেকে চপের দাম প্রথমে এক টাকা হয়েছিল। কয়েক বছর আগে এক টাকা থেকে বাড়িয়ে চপের দাম দু’ টাকা হয়েছে।
দীর্ঘ প্রায় ৮-১০ বছর ধরে দাম বাড়ানো হয়নি। কেবল আলুর চপ নয় ভেজিটেবল চপ, ব্রেড চপ, পকোড়া, ডিমসেদ্ধ ও ঘুগনিও ব্যপক হারে বিক্রি হয় এখানে। তাই সবরকম আইটেম মিলিয়ে ব্যবসায় ভালই মুনাফা লাভ করেন দুর্গাদাসবাবু।
দীপিকা সরকার