TRENDING:

West Bardhaman News: মাত্র ১০ টাকায় পাবেন ৫টি আলুর চপ, সন্ধ্যে হলেই উপচে পড়বে ভিড়, দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন 'এই' দোকানে, কোথায় জানেন?

Last Updated:

West Bardhaman News: অগ্নিমূল্যের বাজারে দুর্গাপুর শিল্পাঞ্চলে ১০ টাকায় আজও মেলে পাঁচটি আলুর চপ। শুনে অবাক হচ্ছেন তাই তো! হ্যাঁ দুর্গাপুরে দুর্গাদার আলুর চপ তাই ব্যাপক বিখ্যাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: অগ্নিমূল্যের বাজারে দুর্গাপুর শিল্পাঞ্চলে ১০ টাকায় আজও মেলে পাঁচটি আলুর চপ। শুনে অবাক হচ্ছেন তাই তো! হ্যাঁ দুর্গাপুরে দুর্গাদার আলুর চপ তাই ব্যাপক বিখ্যাত। এক বেলাতেই মাত্র কয়েক ঘণ্টায় হাজারের অধিক সুস্বাদু আলুর চপ বিক্রি হয়ে যায় দুর্গাদার দোকানে। প্রতিদিন প্রায় ২০ কেজি আলুর চপ তৈরি করেন তিনি। যেখানে দুর্গাপুর শিল্পাঞ্চলে একটি আলুর চপের বাজার মূল্য ছয় থেকে ১০ টাকা। সেই বাজারে দুর্গাদার ১০ টাকায় পাঁচটি আলুর চপ আজও হিট।
advertisement

দুর্গাপুরের দুর্গাদাসের দোকানে আট বছর ধরে আজও মেলে ১০ টাকায় পাঁচটি আলুর চপ। অর্থাৎ এক একটি চপের দাম মাত্র ২ টাকা। জানা গিয়েছে, প্রতিদিন হাজারেরও অধিক চপ বিক্রি করেন দুর্গাদাস বাবু। প্রায় ২৫ বছর ধরে চলছে তাঁদের এই চপের ব্যবসা। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর এলাকার চপ বিক্রেতা দুর্গাদাস বাবুর দাবি, দীর্ঘদিনের পৈতৃক এই ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতেই স্বল্পদামে চপ বিক্রি করেন তিনি।

advertisement

আরও পড়ুন-মাত্র ৫৩-তে সব শেষ…! অকালে চলে গেলেন বিখ্যাত অভিনেতা, বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ

তাঁর বাবা ধীরেন লৌ প্রথম মোড়ের মাথায় ঠেলাগাড়িতে করে চপ বিক্রি করা শুরু করেছিলেন মাত্র ৫০ পয়সা করে। বার্ধক্যজনিত কারণে তিনি আর চপ বিক্রি করেন না। বর্তমানে তাঁর ছেলে দুর্গাদাস লৌ বাবার চপের ব্যবসা সামলাচ্ছেন। পৈতৃক ব্যবসার ধারাবাহিকতা রক্ষায় তিনি মরিয়া। ৫০ পয়সা থেকে চপের দাম প্রথমে এক টাকা হয়েছিল। কয়েক বছর আগে এক টাকা থেকে বাড়িয়ে চপের দাম দু’ টাকা হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! মঙ্গলের গোচরে ৭ রাশির চরম দুঃসময়, আর্থিক সঙ্কট-স্বাস্থ্যহানি, জীবন ‘নরক’ হবে কাদের? জানুন আপনার কপালে কী

দীর্ঘ প্রায় ৮-১০ বছর ধরে দাম বাড়ানো হয়নি। কেবল আলুর চপ নয় ভেজিটেবল চপ, ব্রেড চপ, পকোড়া, ডিমসেদ্ধ ও ঘুগনিও ব্যপক হারে বিক্রি হয় এখানে। তাই সবরকম আইটেম মিলিয়ে ব্যবসায় ভালই মুনাফা লাভ করেন দুর্গাদাসবাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দীপিকা সরকার 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: মাত্র ১০ টাকায় পাবেন ৫টি আলুর চপ, সন্ধ্যে হলেই উপচে পড়বে ভিড়, দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন 'এই' দোকানে, কোথায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল