জানা গিয়েছে, দুর্গাপুর কোকওভেন থানা এলাকার যে বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটেছে ওই বাড়ির কর্তার ক্যাটারিংয়ের ব্যবসা আছে। তিনি বাড়িতেই রান্নাবান্না করে ফুড ডেলিভারি করতেন। মঙ্গলবারও একটি অনুষ্ঠানের রান্নার কাজ চলছিল বাড়িতে। ঠিক সেই সময়ই বিকট শব্দে ফেটে যায় একটি গ্যাস সিলিন্ডার। কেঁপে ওঠে গোটা এলাকা। তছনছ হয়ে যায় গোটা বাড়ি।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতি! নবজাতকের দেহ খুবলে খেল শিয়াল
এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রাই দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যান দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা শুরু হয়। তবে আহতদের শারীরিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ওই বাড়িতে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। যদিও এতগুলি গ্যাস সিলিন্ডার কীভাবে এল সে বিষয়ে কেউই উত্তর দিতে পারেননি। মুখ খুলতে চাননি পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় পুলিশ। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নয়ন ঘোষ