Dakshin Dinajpur News: ভয়ঙ্কর পরিস্থিতি! নবজাতকের দেহ খুবলে খেল শিয়াল
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
সকালে রোজের মতো মাঠে কাজ করতে যাচ্ছিলেন কয়েকজন কৃষক। তখনই ধান জমিতে শিশুর ক্ষতবিক্ষত দেহ নজরে আসে তাঁদের
দক্ষিণ দিনাজপুর: শিয়ালের খুবলে খাওয়া নবজাতকের দেহ উদ্ধার হল হিলিতে। মঙ্গলবার সকালে হিলি থানার ত্রিমোহিনী হাসপাতাল পাড়া এলাকার পাশের ধান জমি থেকে এক নবজাতকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রোজের মতো মাঠে কাজ করতে যাচ্ছিলেন কয়েকজন কৃষক। তখনই ধান জমিতে শিশুর ক্ষতবিক্ষত দেহ নজরে আসে তাঁদের। দ্রুত সেই ঘটনা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। উদ্ধার হওয়া শিশুটির দেহের বেশির ভাগ অংশই শিয়ালে খুবলে খেয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে হিলি থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
advertisement
উদ্ধার হওয়া শিশুর দেহটি কোথা থেকে এসেছে সে বিষয়ে স্থানীয় বাসিন্দারা কিছুই বলতে পারছেন না। তাঁদের গ্রামের কারোর নয় বলে জানানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এদিকে পুলিশের প্রথমে অনুমান, সদ্যোজাত শিশুটিকে মৃত অবস্থায় কেউ ধানক্ষেতে ফেলে গিয়েছিল। এরপর রাতের অন্ধকারে শিয়াল তার দেহ থেকে কিছুটা অংশ খুবলে খায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 21, 2023 3:36 PM IST










