এমন ছবি হাওড়ার রূপনারায়ন নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। মরা মাছ রূপনারায়ণ নদীতে ভাসছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। চিত্রক, সুমন্ত ও রাজু নদীর তীরে ঘুরে দেখেন। জানা যায়, চেঙ মাছ সবচেয়ে বেশি সংখ্যায় মারা গেছে। নদীতে এমন ঘটনা ভয়ংকর, কি কারণে এমন অস্বাভাবিক ঘটনা উদ্বিগ্ন পরিবেশকর্মীরা। নদী থেকে কয়েকটি মাছের দেহ নমুনা হিসাবে সংগ্রহ করেন। স্থানীয় মানুষ এই বিষয়ে বাগনান ১ নং ব্লকের মৎস্য অধিকর্তাকে জানান হলেও গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ।
advertisement
আরও পড়ুন: দুয়ারে সরকার, দুয়ারে রেশন! এসবের পর এবার ‘দুয়ারে প্রধান’! জানেন কেন এমন কর্মসূচি প্রশাসনের
এ প্রসঙ্গে পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক বলেন, রূপনারায়ণ নদী জীববৈচিত্র্য ভরপুর। গাঙ্গেয় শুশুক থেকে শুরু করে, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ, কচ্ছপ রূপনারায়ণ নদীতে থাকে। হঠাৎ করে মাছ মারা যাওয়া ভীষণ চিন্তার। কলকারখানার দূষিত জল বা কোন বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটতে পারে। এছাড়া অনেক সময় কিছু অসাধু মানুষ নদীতে বিষ মিশিয়ে মাছ ধরার মত ঘটনাও ঘটিয়ে থাকে। তবে এক্ষেত্রে ঠিক কি হয়েছে জানা প্রয়োজন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চিত্রক আরও জানান, মৎস্য দফতরের উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। আগামী দিনে ভয়ঙ্কর, রূপনারায়ণ নদীর বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। এভাবে মাছ মারা গেলে স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহে সমস্যা তৈরি হবে। এছাড়া গাঙ্গেয় শুশুক সহ বিভিন্ন পশুপাখি এই মরা মাছ খেয়ে মারা পড়বে।
রাকেশ মাইতি