Duare Pradhan: দুয়ারে সরকার, দুয়ারে রেশন! এসবের পর এবার 'দুয়ারে প্রধান'! জানেন কেন এমন কর্মসূচি প্রশাসনের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Duare Pradhan: প্রধান ঘুরছেন দুয়ারে, সঙ্গে রয়েছেন স্বাস্থ্য কর্মী ও ছাত্র-ছাত্রী! আচমকা কেন এমন কর্মসূচি! আচমকা কেন এইভাবে প্রধানকে ঘুরতে হচ্ছে এলাকায়?
হাওড়া: প্রধান ঘুরছেন দুয়ারে, সঙ্গে রয়েছেন স্বাস্থ্য কর্মী ও ছাত্র-ছাত্রী! কিছুদিন আগেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত সংখ্যার তালিকায় হাওড়া জেলার নাম শীর্ষে উঠে আসে। সেই তথ্য সামনে আসতেই জেলা স্বাস্থ্য বিভাগ তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে। সেই দিক থেকে মানুষকে সুস্থ রাখতে পাঁচলার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উৎপল দলপতি এলাকায় সচেতন বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন।
বর্ষার আগে থেকেই ডেঙ্গির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। সেই দিক গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিভাগের নির্দেশ মত সারা বছর স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয়। বর্ষার কয়েক মাস আগে থেকে আরও জোরদার হয় সচেতনতার কর্মসূচি। ডেঙ্গি দমনে জেলায় গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত। সেই দিক থেকে এবার হাওড়ার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গি দমনে জোর কর্মসূচি। স্বাস্থ্যকর্মী গ্রামীণ সম্পদ কর্মীদের সঙ্গেই ডেঙ্গি দমন ও নিষিদ্ধ প্লাস্টিক বর্জনে এই ভরা বর্ষায় স্বয়ং পঞ্চায়েত প্রধান এলাকায় ঘুরছেন মানুষকে সতর্ক করতে।
advertisement
advertisement
সচেতনতার দিক গুরুত্ব রেখে শনিবার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পঞ্চায়েত এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রী স্কুল শিক্ষকদের পাশাপাশি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান পঞ্চায়েতের কর্মী স্বাস্থ্যকর্মী এবং গ্রামীণ সম্পদ কর্মী সহ এলাকার সচেতন নাগরিক গণ অংশগ্রহণ করে। চতুর্থ শনিবার নিয়ম অনুযায়ী স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী গ্রামীণ সম্পদ কর্মী পঞ্চায়েত সদস্য সদসস্যা ও পঞ্চায়েত কর্মীদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় হাজির ছিলেন, পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাঃ আবু বক্কর মল্লিক এবং জেলা পরিষদ নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, পঞ্চায়েত এলাকার মানুষকে সুস্থ রাখতে কর্মীদের সঙ্গে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যর সকলের সমান দায়িত্ব। তাই সকলের কাঁধে কাঁধ মিলিয়ে ডেঙ্গি দমনের চেষ্টা।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 2:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duare Pradhan: দুয়ারে সরকার, দুয়ারে রেশন! এসবের পর এবার 'দুয়ারে প্রধান'! জানেন কেন এমন কর্মসূচি প্রশাসনের