Howrah News: পিঠে আস্ত শেল লাগিয়ে গুটি গুটি পায়ে ব্যাঙ্কের দোরগড়ায় এ কে! নতুন কাস্টোমার দেখে অবাক কর্মীরা, তারপর যা ঘটল...

Last Updated:

Howrah News: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দোড়গোড়ায় কাছিম ঘটনাস্থলে পৌঁছল পরিবেশকর্মীরা, সচেতন নাগরিকের পরিচয় দিলেন ব্যাঙ্ক কর্মীরা

+
রাষ্ট্রায়ত্ত

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহযোগিতায় উদ্ধার হল কচ্ছপ

হাওড়া: হাওড়ায় জঙ্গল না থাকলেও জেলা জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ প্রাণীর বসবাস। নিম্ন গাঙ্গেয় হাওড়ায় রয়েছে রাজ্যপ্রাণী বাঘরোল, গন্ধগোকুল, খটাস, সজারু, গোসাপ, কাছিম, সাপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাণী। এর মধ্যে বেশির ভাগ তফশীলি ১ শ্রেণীর অন্তর্ভুক্ত।
কলকারখানা ও ঘন জনবসতির হাওড়া জেলায় এই সমস্ত বন্যপ্রাণীদের রক্ষা করা বা টিকিটে রাখা চ্যালেঞ্জই বটে। বন্য প্রাণ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে বন বিভাগ এবং জেলার পরিবেশ কর্মীরা। বন্য প্রাণী লোকালয় থেকে উদ্ধার। আহত প্রাণীর সেবা শুশ্রূষা এবং মানুষকে সচেতন করা। বর্তমান সময়ে বন্য প্রাণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বেড়েছে। সেই মত এদিন হাওড়ার বাগনানে ব্যাঙ্ক কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল একটি তিল কাছিমের।
advertisement
advertisement
জেলা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাগনান ব্র্যাঞ্চের গেটের সামনে একটি তিলা কাছিমকে দেখতে পান ব্যাঙ্ক কর্মী চন্দন দোলুই ও ব্র্যাঞ্চ ম্যানেজার সম্বিতা সাহা। তাঁরা বিষয়টি জানান, বাগনান ১ নং ব্লকের জয়েন্ট বিডিও তপন কুমার রায়কে। বিডিও খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারীদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে চিত্রক প্রামানিক, সুমন্ত দাস ও রঘুনাথ মান্না তৎক্ষণাৎ স্টেট ব্যাঙ্ক এ পৌঁছয়। সেখান থেকে কচ্ছপ টি উদ্ধার করেন। উদ্ধারের পর বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক ব্যাঙ্ক এর সমস্ত কর্মীদের উদ্দেশে সাধুবাদ জানান। পরবর্তীতে কচ্ছপটিকে একটি সুরক্ষিত জলাশয়ে মুক্ত করে দেওয়া হয় বলে জানান চিত্রিক।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: পিঠে আস্ত শেল লাগিয়ে গুটি গুটি পায়ে ব্যাঙ্কের দোরগড়ায় এ কে! নতুন কাস্টোমার দেখে অবাক কর্মীরা, তারপর যা ঘটল...
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement