Taalpatar Shepai: দাম নামমাত্র, তালপাতা দিয়ে গড়া দুর্দান্ত খেলনা! রথযাত্রা এলেই মনে পড়ে! একসময় রমরমিয়ে বাজার কাঁপালেও আজ যেন সবই স্মৃতি

Last Updated:

Taalpatar Shepai: বাংলার জনপ্রিয় একটি খেলনা তখন গ্রামীণ মেলা মানেই চাহিদাও দারুণ এই জিনিসের, কিন্তু বর্তমানে জেলা জুড়ে জাঁকিয়ে মেলার আয়োজন হলেও এই জিনিস প্রায় অমিল

+
তালপাতার

তালপাতার সেপাই হাতে শিশুরা

হাওড়া: ‘তালপাতার সেপাই’ বাংলার জনপ্রিয় একটি খেলনা। তখন গ্রামীণ মেলা মানেই চাহিদাও দারুণ এই খেলনার। কিন্তু বর্তমানে জেলা জুড়ে জাঁকিয়ে মেলার আয়োজন হলেও এই জিনিস প্রায় অমিল। তবে হাওড়ার মহিয়াড়ি রথ এবং রামরাজাতলার রাম বিজয়ার মেলায় চাহিদার সঙ্গে বিক্রি হয় তালপাতার সেপাই। তালপাতার সেপাই বাংলার এই খেলনা জিনিস ছিল ভীষন আকর্ষণের শিশুদের পাশাপাশি বড়রাও হাতের আঙুলে কাঠি ঘুরিয়ে সেপাই নাচিয়ে বেশ আনন্দ পেত।
তখন গ্রামীণ মেলা মানে তার কয়েক মাস আগে থেকে শিল্পীর বাড়িতে দারুণ ব্যস্ততা সেপাই তৈরিতে। এখন আর সেই ব্যস্ততা নেই। তবে প্রতিবছর রথ এবং রাম বিজয়ার কিছুদিন আগে থেকে তালপাতার সিপাই তৈরির ব্যস্ততা দেখা যায়। হাওড়ার সেপাই শিল্পী বুদ্ধদেব রায় ও তাঁর ছেলে গোপীনাথ রায় রথের আগে কয়েকশো তালপাতার সেপাই তৈরি করেছেন। নিজেরা তৈরি নিজেরাই বিক্রি করেন মেলায়। যদিও সামান্য কিছু পাইকারি আসে সেপাই এর খোঁজে। তবে সেই সংখ্যা খুবই কম।
advertisement
advertisement
অন্যান্য বছরের মত রথের কিছুদিন আগে তালপাতা সংগ্রহ এবং কাঠি তৈরি করে তারপর তালপাতা কেটে সেপাই তৈরি’র কাজ শুরু হয়েছে। অন্যান্য খেলনার ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসেছে তাল পাতার সেপাই। তাই আগের মত তালপাতার সেপাই এর চাহিদা নেই। বাজার অনুযায়ী দাম কম তবুও বিক্রি নেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বুদ্ধদেব বাবু এ প্রসঙ্গে জানান, “সেই কোন শৈশব থেকে বাবার কাছে সেপাই তৈরি শেখা। সেপাই তৈরি করতে করতে শৈশব যুবক বয়স কাটিয়ে বৃদ্ধের দোরগোড়ায় এসে পৌঁছেছে বয়স। এই কাজের প্রতি হৃদয়ের সম্পর্ক। তাই আঁকড়ে ধরে রয়েছি। ছেলে গোপীনাথকে হাতে ধরে শিখিয়েছি। আমি পাখা তৈরি বেশির ভাগ সময়, আর কয়েক বছর হল ছেলেই এখন পুরো দমে তালপাতার সেপাই তৈরি করছে। সেপাই তৈরিতে কিছুটা সহযোগিতা করি।”
advertisement
এ প্রসঙ্গে গোপীনাথ রায় জানান, “মহিয়াড়ি রথ এবং রামরাজাতলার মেলার আগে সেপাই তৈরি হয়। বছরে মোট দু’বার তালপাতার সেপাই এর চাহিদা থাকে। তবে এখন পুজো মণ্ডপ বা অন্য ডেকোরেশনের জন্য তালপাতার সেপাই খোঁজ করেন অনেকে। আবার ঘুরিয়ে-ফিরিয়ে পুরনো জিনিসের চাহিদা বাড়ছে। আমরাও আশা করছি এই তালপাতার সেপাই এর চাহিদাও বাড়বে।”
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Taalpatar Shepai: দাম নামমাত্র, তালপাতা দিয়ে গড়া দুর্দান্ত খেলনা! রথযাত্রা এলেই মনে পড়ে! একসময় রমরমিয়ে বাজার কাঁপালেও আজ যেন সবই স্মৃতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement