আরও পড়ুন: শীতের রাতের আগুন কেড়ে নিল সর্বস্ব, সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই তিন পরিবারের
ফিশিং ব্যান পিরিয়ডে এই প্রকল্প মৎস্যজীবীদের সংসারে হাঁড়ি চড়াতে সাহায্য করবে। মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে ব্যান পিরিয়ড চলাকালীন কিছুটা অর্থ সাহায্যের আবেদন করছিলেন। সেই সঙ্গে তাঁরা ডিজেলের দামে ভর্তুকিও চাইছিলেন। কারণ সমুদ্রে পাড়ি দেওয়ার সময় ট্রলারগুলিতে প্রচুর পরিমাণে ডিজেল লাগে। ডিজেলের দাম বাড়ায় মৎস্যজীবীরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন বেশ কয়েকবছর ধরে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে সমুদ্রে যখন মাছ ধরা বন্ধ থাকত সেই সময় আয়ের জন্য অনেক মৎস্যজীবী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যেতেন। আর যারা অন্যত্র কাজ পেতেন না তাঁদের টানা দু’মাস বসে থাকতে হত। তবে এবার সমুদ্রসাথী প্রকল্পের মাধ্যমে ওই সময় ৫ হাজার টাকা করে অর্থসাহায্য পাবেন মৎস্যজীবীরা। ফলে খুশির জোয়ার ভাসছেন কাকদ্বীপ সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকার মৎস্যজীবীরা। এ নিয়ে জেলার সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, রাজ্য সরকারের এই ঘোষণায় আমরা খুশি। এরসঙ্গে আমাদের দাবি রয়েছে ডিজেলের দামে ভর্তুকির দেওয়ার। এই ভর্তুকি পেলে খুবই ভাল হয় বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক