আরও পড়ুন: বিধবাদের দেওয়া হল নগদ টাকা, বাড়ি করে দেবে পুরসভা
স্রোতের অভাবে বিদ্যাধরী নদীর জল দীর্ঘদিন এক জায়গায় বদ্ধ হয়ে থাকায় বিকট দূর্গন্ধও বের হচ্ছে। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে দ্রুত নদী সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও মিনাখাঁ এই দুই ব্লকের বহু মানুষ বিদ্যাধরী নদীর উপর নির্ভরশীল। কিন্তু সংস্কারের অভাবে নদীটি যেন ক্রমশই প্রাণ হারাচ্ছে।
advertisement
আরও পড়ুন: আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কয়েক কিলোমিটার এলাকাজুড়ে এই নদীর বুকে কচুরিপানা জমে আছে। দূর থেকে দেখে মনেই হবে না এটি নদী। এই পরিস্থিতিতে নদীর স্রোতে বয়ে আসা মৃতদেহ কচুরিপানায় আটকে দিনের পর দিন দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীতে কচুরিপানা জমে থাকায় মৎস্যজীবীরাও সমস্যায় পড়ছেন। এই নদীতে সারাবছর নৌকায় করে মাছ ধরেন অনেকেই। কিন্তু বর্তমানে কচুরিপানা জমে থাকায় মাছ ধরতে পারছেন না। ফলে আয় বন্ধ মৎস্যজীবীদের। তাছাড়া কচুরিপানা জমে নদীর জলে মশার লার্ভা বাড়ার পাশাপাশি গ্রামবাসীদের আশঙ্কা এই নদীর জলে হাত দিলে চর্মরোগ হবে। এমন পরিস্থিতিতে নদীটির কচুরিপানা পরিষ্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। নদীটি পরিষ্কার হলে দুই ব্লকের বহু মানুষ উপকৃত হবেন।
জুলফিকার মোল্লা