TRENDING:

North 24 Parganas News: কচুরিপানায় ভরে গিয়েছে নদী, রোজগারে টান মৎস্যজীবীদের

Last Updated:

স্রোতের অভাবে বিদ্যাধরী নদীর জল দীর্ঘদিন এক জায়গায় বদ্ধ হয়ে থাকায় বিকট দূর্গন্ধ‌ও বের হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: কচুরিপানায় ভরে গিয়েছে বিদ্যাধরী নদীর খাড়ি। নদীর স্রোত আগের তুলনায় অনেকাংশে কমে গিয়েছে। পাশাপাশি কমেছে নদীর গভীরতাও। শুধু তাই নয়, নদীর জল কচুরিপানায় ভর্তি। এর জন্য নদী সংলগ্ন বাসিন্দাদের পদে পদে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জল থাকলেও নেই আগের মত স্রোত। নদী হলেও তাকে কচুরিপানা ভর্তি ডোবা বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়! এমনই অবস্থা উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়া-মিনাখাঁ সংলগ্ন বিদ্যাধরী নদীর খাড়ির।
advertisement

আরও পড়ুন: বিধবাদের দেওয়া হল নগদ টাকা, বাড়ি করে দেবে পুরসভা

স্রোতের অভাবে বিদ্যাধরী নদীর জল দীর্ঘদিন এক জায়গায় বদ্ধ হয়ে থাকায় বিকট দূর্গন্ধ‌ও বের হচ্ছে। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে দ্রুত নদী সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও মিনাখাঁ এই দুই ব্লকের বহু মানুষ বিদ্যাধরী নদীর উপর নির্ভরশীল। কিন্তু সংস্কারের অভাবে নদীটি যেন ক্রমশই প্রাণ হারাচ্ছে।

advertisement

আরও পড়ুন: আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কয়েক কিলোমিটার এলাকাজুড়ে এই নদীর বুকে কচুরিপানা জমে আছে। দূর থেকে দেখে মনেই হবে না এটি নদী। এই পরিস্থিতিতে নদীর স্রোতে বয়ে আসা মৃতদেহ কচুরিপানায় আটকে দিনের পর দিন দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীতে কচুরিপানা জমে থাকায় মৎস্যজীবীরাও সমস্যায় পড়ছেন। এই নদীতে সারাবছর নৌকায় করে মাছ ধরেন অনেকেই। কিন্তু বর্তমানে কচুরিপানা জমে থাকায় মাছ ধরতে পারছেন না। ফলে আয় বন্ধ মৎস্যজীবীদের। তাছাড়া কচুরিপানা জমে নদীর জলে মশার লার্ভা বাড়ার পাশাপাশি গ্রামবাসীদের আশঙ্কা এই নদীর জলে হাত দিলে চর্মরোগ হবে। এমন পরিস্থিতিতে নদীটির কচুরিপানা পরিষ্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। নদীটি পরিষ্কার হলে দুই ব্লকের বহু মানুষ উপকৃত হবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কচুরিপানায় ভরে গিয়েছে নদী, রোজগারে টান মৎস্যজীবীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল