TRENDING:

জন্মদিনের পার্টিতে হঠাৎ গুলি! বহরমপুরের ঘটনায় শিউরে উঠল সবাই! পুলিশের হাতে ধৃত ১৪

Last Updated:

জন্মদিনের পার্টিতে হঠাৎই চলল গুলি। গুলিবিদ্ধ এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুরে। তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত ওই যুবকের নাম সৌরভ রায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর, কৌশিক অধিকারী: জন্মদিনের পার্টিতে হঠাৎই চলল গুলি। গুলিবিদ্ধ এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুরে। তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত ওই যুবকের নাম সৌরভ রায়।
বহরমপুরে চলল গুলি 
বহরমপুরে চলল গুলি 
advertisement

পুলিশের অনুমান, ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত। বাকিদের খোঁজ চালাচ্ছে বহরমপুর হানার পুলিশ। অন্যদিকে কেন এই গুলি তাও জানার চেষ্টা করা হচ্ছে। দফায় দফায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে ঘটনায় আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

পুলিশ জানিয়েছে, সৌরভের জন্মদিন উপলক্ষে স্থানীয় ফাঁসিতলা এলাকার একটি বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। বচসার কারণেই তাকে গুলি করা হয় বলে অভিযোগ। এক যুবক হঠাৎ করেই বন্দুক বের করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে সৌরভের পায়ে। কোনও রকমে রক্ষা পান। যদিও গুরুতর অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

আরও পড়ুন: এবার কত ডেসিবেলের বাজি ফাটাতে পারবেন? বড় পরিবর্তন হয়েছে নিয়মে, জেনে রাখুন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১ লক্ষ ব্লেডের মা কালী! 'উড়ান' নায়িকার হাতে নদিয়ার নজরকাড়া পুজোর উদ্বোধন
আরও দেখুন

মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, জন্মদিনের পার্টিতে বচসার জেরে গুলি চালানোর ঘটনায় ইতি মধ্যেই ১৪জনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। বহরমপুরের ফাঁসিতলা এলাকার একটি গোডাউন সংলগ্ন জায়গায় এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, জন্মদিনের অনুষ্ঠান চলছিল। সেখানে প্রায় ২০ থেকে ৩০ জন জড়ো হয়েছিলেন। পার্টি চলাকালীন নিজেদের মধ্যে কোনও বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়। এই গণ্ডগোলের মধ্যেই সৌরভ রায় নামে এক যুবক নিজের পায়ে গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি নির্দিষ্ট মামলা রুজু করেছে। তদন্তে নেমে পুলিশ মোট ১৪ জনকে গ্রেফতার করে। ধৃত সকলকেই শুক্রবার দুপুরে বহরমপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জন্মদিনের পার্টিতে হঠাৎ গুলি! বহরমপুরের ঘটনায় শিউরে উঠল সবাই! পুলিশের হাতে ধৃত ১৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল