বাজি ফাটানোর শব্দমাত্রায় বড় পরিবর্তন! এখন কত হল? বাজারে যাওয়ার আগে জেনে রাখুন, নাহলে আপনার 'লস'

Last Updated:

Eco Friendly Crackers : দীপাবলির আগেই বাজি নিয়ে সতর্ক সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। বেআইনি বাজির বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মাইক প্রচার করাও হচ্ছে। বিভিন্ন জায়গায় তল্লাশি।

চলছে প্রচার 
চলছে প্রচার 
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দীপাবলির আগেই বাজি নিয়ে সতর্ক সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। বেআইনি বাজির বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মাইক প্রচার করাও হচ্ছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এই পুলিশ জেলার ঢোলাহাটে বাড়িতে বাজি মজুত রাখার পর তাতে আগুন লেগে বিস্ফোরণ হয়। তাতে মারাও যান কিছুজন। আগেও এমন দুর্ঘটনা হয়েছিল রায়দিঘির কৌতলাতে।
ফলে এবছর বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। তবে এবছর বাজি ব্যবসায়ীরা খুবই খুশি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বাজির শব্দমাত্রার উর্ধ্বসীমা ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করেছে। ফলে বাজি প্রস্তুতকারকরা ১২৫ ডেসিবেলের নীচে ঘুরিয়ে শব্দবাজিও তৈরি করছে। এই ভাবনা থেকে বাজি মহল্লাগুলিতে খুশির জোয়ার বইছে।
advertisement
advertisement
এদিকে সবুজ বাজিও তৈরি চলছে। সবকিছু নিয়ে সতর্ক পুলিশও। কোথাও যদি শব্দবাজি বিক্রি না হয় সেই দিকটি দেখা হচ্ছে। হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে। এই কয়েকদিন ভালভাবেই কাটিয়ে দিলেই এবছরের মত নির্বিঘ্নে পুজো কাটানো যাবে।  জানা গিয়েছে আদালতের নির্দেশে নিরি থেকে সবুজ বাজি তৈরির প্রশিক্ষণ নিয়েছে অনেকেই। সেখানে পরীক্ষা দিয়েছে তাঁরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাড়ি ফিরে তারা তৈরি করছেন তুবড়ি, রংমশাল, চড়কি। ফলে তারাও নিশ্চিন্তে রয়েছেন। পুলিশ যদিও সবকিছু নজর রেখেছে। অন্যান্য বছরের মত ধড়পাকড় বেশি না হলেও। এবছর একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে সবকিছু চলছে। ফলে কিছুটা হলেও স্বস্তিতে সকলেই। দীপাবলি ও কালিপুজোর রাতেও শব্দবাজির তান্ডব রুখতে পরিকল্পনা নিয়েছে পুলিশ। সব মিলিয়ে এবছর কড়া নজরদারিতে রয়েছে সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাজি ফাটানোর শব্দমাত্রায় বড় পরিবর্তন! এখন কত হল? বাজারে যাওয়ার আগে জেনে রাখুন, নাহলে আপনার 'লস'
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement