TRENDING:

শিশুদের আঁকড়ে প্রাণভয়ে ছুটছেন মায়েরা, চরম আতঙ্ক বর্ধমান মেডিক্যাল কলেজের শিশু বিভাগে

Last Updated:

Burdwan Medical College and Hospital: ঘটনা কী ঘটেছে বুঝে ওঠার আগেই শিশু বিভাগের ভিতরে ও বাইরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান : আচমকাই সোঁ সোঁ শব্দ। বেরিয়ে আসছে গ্যাস। তাতেই হূলস্হূল কাণ্ড বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। প্রাণভয়ে শিশুদের বেড থেকে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসতে ব্যস্ত তাদের মায়েরা। নিচে তখন খবর রটে যায় আগুন লেগেছে উপরে। তবে স্বস্তির বিষয়, বড় কিছু ঘটেনি। পরিস্থিতি সামলে নেন টেকনিশিয়ানরা। অক্সিজেন পাইপ থেকে গ্যাস লিক করা থেকেই এই আতঙ্কের সৃষ্টি হয়।
advertisement

বুধবার ভর সন্ধ্যায় আচমকাই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চারতলায় 'আগুন' লাগার গুজবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা কী ঘটেছে বুঝে ওঠার আগেই শিশু বিভাগের ভিতরে ও বাইরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বেশ কয়েক জন মহিলা তাঁদের বাচ্চাদের নিয়ে শিশু বিভাগের ওপর থেকে নীচে নেমে আসার চেষ্টা করেন। আবার ভিতরের হুড়োহুড়ি দেখে ডিপার্টমেন্টের বাইরে রাস্তায় থাকা আত্মীয় পরিজনেরা ভিড় করেন গেটের সামনে। রটে যায় আগুন লেগেছে বর্ধমান মেডিক্যালের শিশু বিভাগে।

advertisement

আরও পড়ুন :  ফুচকাতে কী ছিল? জল-ফুচকা খেয়ে গোটা গ্রামের ৪০ জন অসুস্থ! জানুন

আরও পড়ুন :  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঢোলাহাটে ধর্ষণের দায়ে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আসলে কী ঘটেছিল? বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, " শিশু বিভাগের তিন তলা ও চার তলার মাঝে অক্সিজেন সরবরাহকারী পাইপ লাইনের কোনও একটি জায়গা সামান্য লুজ হয়ে গিয়েছিল। ওই জায়গা দিয়ে গ্যাস লিক করতে শুরু করে। সোঁ সোঁ আওয়াজ শুনে সাময়িক ঘাবড়ে যান কয়েক জন। তবে টেকনিশিয়ানরা অতি দ্রুত সবকিছু স্বাভাবিক করে দিয়েছেন। অনেক সময় গ্যাসের প্রেশার বেশি থাকলে এই ধরনের লিকেজ এর ঘটনা ঘটে যায়। আমাদের হাসপাতালে সমস্ত বিভাগে যে কোনও ধরনের আপৎকালীন অবস্থা মোকাবিলা করার প্রযুক্তি মজুত রয়েছে।"

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিশুদের আঁকড়ে প্রাণভয়ে ছুটছেন মায়েরা, চরম আতঙ্ক বর্ধমান মেডিক্যাল কলেজের শিশু বিভাগে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল