বুধবার ভর সন্ধ্যায় আচমকাই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চারতলায় 'আগুন' লাগার গুজবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা কী ঘটেছে বুঝে ওঠার আগেই শিশু বিভাগের ভিতরে ও বাইরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বেশ কয়েক জন মহিলা তাঁদের বাচ্চাদের নিয়ে শিশু বিভাগের ওপর থেকে নীচে নেমে আসার চেষ্টা করেন। আবার ভিতরের হুড়োহুড়ি দেখে ডিপার্টমেন্টের বাইরে রাস্তায় থাকা আত্মীয় পরিজনেরা ভিড় করেন গেটের সামনে। রটে যায় আগুন লেগেছে বর্ধমান মেডিক্যালের শিশু বিভাগে।
advertisement
আরও পড়ুন : ফুচকাতে কী ছিল? জল-ফুচকা খেয়ে গোটা গ্রামের ৪০ জন অসুস্থ! জানুন
আরও পড়ুন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঢোলাহাটে ধর্ষণের দায়ে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
আসলে কী ঘটেছিল? বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, " শিশু বিভাগের তিন তলা ও চার তলার মাঝে অক্সিজেন সরবরাহকারী পাইপ লাইনের কোনও একটি জায়গা সামান্য লুজ হয়ে গিয়েছিল। ওই জায়গা দিয়ে গ্যাস লিক করতে শুরু করে। সোঁ সোঁ আওয়াজ শুনে সাময়িক ঘাবড়ে যান কয়েক জন। তবে টেকনিশিয়ানরা অতি দ্রুত সবকিছু স্বাভাবিক করে দিয়েছেন। অনেক সময় গ্যাসের প্রেশার বেশি থাকলে এই ধরনের লিকেজ এর ঘটনা ঘটে যায়। আমাদের হাসপাতালে সমস্ত বিভাগে যে কোনও ধরনের আপৎকালীন অবস্থা মোকাবিলা করার প্রযুক্তি মজুত রয়েছে।"