Crime News|| বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঢোলাহাটে ধর্ষণের দায়ে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

Last Updated:

ঢোলাহাটে ধর্ষণের দায়ে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম আরিফ হোসেন মীর (২৯)। 

#ঢোলাহাট: ঢোলাহাটে ধর্ষণের দায়ে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম আরিফ হোসেন মীর (২৯)। ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। ধৃত ওই যুবক এক যুবতীকে প্রথমে কাজের টোপ দেয়। এরপর তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এরপর ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতিও দেয় ধৃত আরিফ হোসেন মীর।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীকে একাধিকবার ধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ। এই মর্মে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। এ দিকে এই অভিযোগ পাওয়ার পরই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে ঢোলাহাট থানার আধিকারিকরা দ্রুত এই অভিযোগের নিষ্পত্তি করতে ধৃত যুবকের খোঁজে তল্লাশি শুরু করে।
advertisement
আরও পুড়ুনঃ কালচিনিতে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, চিন্তায় স্বাস্থ্য দফতর
এরপর ওই যুবককে দক্ষিণ বিরামপুর থেকে গ্রেফতার করা হয়। পরে জানা যায় ওই যুবক ঢোলাহাট থানার সিভিক ভলেন্টিয়ার। এরপর ধৃত যুবকের বিরুদ্ধে কড়া ব‍্যবস্থা নেয় পুলিশ। ধৃত ব‍্যক্তির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধিধির ৩৭৬ ও ৪১৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হয়েছে বুধবার। ধৃত যুবককে গ্রেফতার করে বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।
advertisement
advertisement
পুলিশের এই ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা। ধৃত ওই যুবকের কড়া শাস্তির দাবিও জানিয়েছে তারা। এই ঘটনায় আইন আইনের পথে চলবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে ঢোলাহাট থানার পুলিশ।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Crime News|| বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঢোলাহাটে ধর্ষণের দায়ে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement