তারপরেই গোটা প্ল্যাটফর্ম চত্বরে হইচই পড়ে যায়। এরপরই রেলের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুরুলিয়া দমকল বিভাগে, সেখান থেকে একটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, মাল গাড়ির ওয়াগনে কয়লা বোঝাই ছিল। ঘর্ষণের ফলে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: ‘যে কারণে বাংলায় SIR, সেটা সফল হবে না, যদি না…”, কোন বড় ফাঁক রয়েছে? কেন এমন বললেন দিলীপ ঘোষ?
advertisement
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। এ বিষয়ে পুরুলিয়া ফায়ার স্টেশনের সাব অফিসার অভিষেক কুমার বেড়া বলেন , ‘বিভিন্ন সময় কয়লা বোঝাই থাকার ভিতরে গ্যাস তৈরি হয়। তা থেকে আগুন লাগতে পারে। যদিও পরিস্থিতি বর্তমানে পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে। কারোর কোনও ক্ষতি হয়নি।’
বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। এই ঘটনার জেরে যাত্রীদের বেশ খানিকটা দুর্ভোগের শিকার হতে হয়। কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফ থেকে।