এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় বিদ্যুৎ দফতরের। তার পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তার আগে স্থানীয় মানুষ ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। দমকলের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আর তার জেরে গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
advertisement
ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় এলাকাগুলিতে বিদ্যুতের সমস্যা প্রকট হয়। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন এলাকায় মানুষ। অন্ধকারে ডুবে যায় এলাকা। আর এই গরমের মধ্যে বিদ্যুৎ না থাকার কারণে প্রচণ্ড কষ্ট পোহাতে হয় ওই সমস্ত এলাকার মানুষের।
যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে তবে প্রকৃত কীভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে পড়ায় ট্রান্সফরমারটি সারাইয়ের কাজ চালান। দ্রুত বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিকও করে দেওয়া হয়েছে এলাকার।
সুমন সাহা