Mamata Banerjee: ‘সচিব বলল আর তুমি করে দিলে? এভাবে হয় না’, পরিবহন মন্ত্রীকে প্রবল ভর্ৎসনা মমতার! কেন? কারণ শুনে চমকে উঠল মন্ত্রিসভাও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই বিশ্বব্যাঙ্ক থেকে ঋণ। পরিবহন মন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই বিশ্বব্যাঙ্ক থেকে ঋণ। পরিবহন মন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘দফতরের সচিব বলল তুমি করে দিলে? এইভাবে হয় না। আমার কাছে আনবে না, ক্যাবিনেটে আনবে না, আর তুমি ঋণ নিয়ে নেবে?’’ তারপরেই মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রীর নির্দেশ” আমার কাছে যেন সব আসে।’’
advertisement
advertisement
মন্ত্রিসভার বৈঠকে পরিবহণ মন্ত্রীকে খানিক ভর্ৎসনার সুরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লিখিত ফাইল কোথায়? তুমি কি ফাইল পড়তে পারো না? সচিব বলল আর তুমি সই করে দিলে?’’ পরিবহণ দফতরের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘যে যে জায়গায় জলের পাইপ আছে সেখানে সেখানে যেন জল যায়।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2025 6:37 PM IST