Mamata Banerjee: বাংলার সেরা এখন দেশের শীর্ষে! বর্ধমানের দেবদত্তাকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Last Updated:

JEE Advanced 2025: মেয়েদের মধ্যে দেশে প্রথম স্থান অধিকার করেছেন দেবদত্তা। তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।


বাংলার সেরা এখন দেশের শীর্ষে! বর্ধমানের দেবদত্তাকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর
বাংলার সেরা এখন দেশের শীর্ষে! বর্ধমানের দেবদত্তাকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর
কলকাতা: সোমবার ২ জুন প্রকাশিত হল JEE Advanced 2025-এর ফলাফল। গোটা দেশে বাংলার মুখ‍্য উজ্জ্বল করেছেন বর্ধমানের কন‍্যা দেবদত্তা মাঝি। মেয়েদের মধ্যে দেশে প্রথম স্থান অধিকার করেছেন দেবদত্তা। তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।
এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে মুখ‍্যমন্ত্রী লিখেছেন, ‘‘বর্ধমানের দেবদত্তাকে সারা বাংলাকে গর্বিত করার জন‍্য অনেক শুভেচ্ছা। আজকে প্রকাশিত JEE Advanced 2025 পরীক্ষার ফলাফলে দেশের মধ‍্যে শীর্ষস্থানীয় এবং IIT খড়গপুর জোনের সর্বোচ্চ স্থান অধিকারী দেবদত্তা। মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিকেও শীর্ষ স্থান অর্জন করেছিলে তুমি , আর এখন দেশের সেরা বাংলার শীর্ষস্থানাধিকারী। তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। তোমার বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদেরও অনেক শুভেচ্ছা জানাই। ’’
advertisement
advertisement
advertisement
দেবদত্তা পেয়েছে ৩৬০-র মধ্যে ৩১২ নম্বর। কমন র‍্যাঙ্ক লিস্টে তার স্থান ১৬তম। রাজ্য বোর্ডের এক ছাত্রী যে এই প্রথম আইআইটির মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে—তা নিঃসন্দেহে নজিরবিহীন।
advertisement
দেবদত্তার আগের কৃতিত্ব:
২০২৩ সালের মাধ্যমিকে পেয়েছিল ৬৯৭ নম্বর
JEE Mains 2025-এর দ্বিতীয় পর্বে ১০০-এ ১০০ এনটিএ স্কোর, রাজ্যে প্রথম
‌উত্তীর্ণদের পরিসংখ্যান:
‌মোট পরীক্ষার্থী: ১,৮০,৪২২ জন
‌উত্তীর্ণ: ৫৪,৩৭৮ জন
advertisement
‌খড়গপুর জোন থেকে উত্তীর্ণ: ৫,৩৫৩ জন
অন্যদিকে, সর্বভারতীয় কমন র‌্যাঙ্ক লিস্টে শীর্ষে রয়েছেন আইআইটি দিল্লি জোনের রঞ্জিত গুপ্ত, যিনি পেয়েছেন ৩৩২ নম্বর। তিনি আগেও JEE Mains-এ দেশের মধ্যে ১৬ নম্বর র‌্যাঙ্ক করেছিলেন। দিল্লি জোন থেকে এবার উত্তীর্ণ হয়েছেন ১১,৩৭০ জন, প্রথম দশে রয়েছেন ৪ জন।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee: বাংলার সেরা এখন দেশের শীর্ষে! বর্ধমানের দেবদত্তাকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement