Astrology: উল্টো চাল দেবগুরুর! ২৫ দিন ধরে ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে...হাতে আসবে কুবেরের ধন, টাকার বৃষ্টি

Last Updated:
Guru Vakri Rashifal: দেবগুরু বৃহস্পতিকে বলা হয় সৌভাগ‍্য দাতা। বৃহস্পতির স্থান পরিবর্তনে ভাগ‍্যে আসতে পারে বড় বদল।
1/6
দেবগুরু বৃহস্পতিকে বলা হয় সৌভাগ‍্য দাতা। বৃহস্পতির স্থান পরিবর্তনে ভাগ‍্যে আসতে পারে বড় বদল। বৃহস্পতির স্থান পরিবর্তনে বড় লাভের মুখ দেখবে কয়েকটি রাশির জাতক জাতিকারা।
দেবগুরু বৃহস্পতিকে বলা হয় সৌভাগ‍্য দাতা। বৃহস্পতির স্থান পরিবর্তনে ভাগ‍্যে আসতে পারে বড় বদল। এই বছরেই বৃহস্পতির স্থান পরিবর্তনে বড় লাভের মুখ দেখবে কয়েকটি রাশির জাতক জাতিকারা।
advertisement
2/6
জ‍্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে ধন, দান, পুণ্য এবং বৃদ্ধির কারক হিসেবে গণ্য করা হয়। তাই দেবগুরুর কৃপায় খারাপ সময় কেটে গিয়ে জীবনে আসে ভাল সময়। ২০২৫ এর শেষে গুরু বক্রী হবে।
জ‍্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে ধন, দান, পুণ্য এবং বৃদ্ধির কারক হিসেবে গণ্য করা হয়। তাই দেবগুরুর কৃপায় খারাপ সময় কেটে গিয়ে জীবনে আসে ভাল সময়। ২০২৫ এর শেষে গুরু বক্রী হবে।
advertisement
3/6
১১ নভেম্বর ২০২৫ এ গুরু বক্রী হবে এবং ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উল্টো চলবে। প্রায় ২৫ দিন পর্যন্ত মিথুন রাশিতে বৃহস্পতির বক্রী থাকবে এবং এই সময়ে ৩ রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছে।
১১ নভেম্বর ২০২৫ এ গুরু বক্রী হবে এবং ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উল্টো চলবে। প্রায় ২৫ দিন পর্যন্ত মিথুন রাশিতে বৃহস্পতির বক্রী থাকবে এবং এই সময়ে ৩ রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছে।
advertisement
4/6
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসবে গুরু বক্রীর ফলে। অপ্রত্যাশিত টাকা আসবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনার জ্ঞান আপনাকে লাভ দেবে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে। চিন্তা-ভাবনা করে করা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ লাভ দিতে পারে।
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসবে গুরু বক্রীর ফলে। অপ্রত্যাশিত টাকা আসবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনার জ্ঞান আপনাকে লাভ দেবে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে। চিন্তা-ভাবনা করে করা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ লাভ দিতে পারে।
advertisement
5/6
কন‍্যা রাশি: কন‍্যা রাশির জাতক জাতিকাদেরও ভাল সময় আসবে। কেরিয়ার এবং ব‍্যবসা উভয় ক্ষেত্রেই বড় লাভের মুখ দেখবেন এই রাশির জাতক জাতিকারা। চাকুরিজীবীদের প্রোমোশনের সম্ভাবনা। বেকারদের চাকুরি পাওয়ার সম্ভাবনা। জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।
কন‍্যা রাশি: কন‍্যা রাশির জাতক জাতিকাদেরও ভাল সময় আসবে। কেরিয়ার এবং ব‍্যবসা উভয় ক্ষেত্রেই বড় লাভের মুখ দেখবেন এই রাশির জাতক জাতিকারা। চাকুরিজীবীদের প্রোমোশনের সম্ভাবনা। বেকারদের চাকুরি পাওয়ার সম্ভাবনা। জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।
advertisement
6/6
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকারাও লাভবান হবে বৃহস্পতির গোচরে। আর্থিক লাভের মুখ দেখবেন এই রাশির জাতক জাতিকারা। দীর্ঘ যাত্রায় যেতে পারেন। আয় বাড়বে। প্রমোশন হবে। সমাজে মান-সম্মান পাবেন।
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকারাও লাভবান হবে বৃহস্পতির গোচরে। আর্থিক লাভের মুখ দেখবেন এই রাশির জাতক জাতিকারা। দীর্ঘ যাত্রায় যেতে পারেন। আয় বাড়বে। প্রমোশন হবে। সমাজে মান-সম্মান পাবেন।
advertisement
advertisement
advertisement