শীতের সন্ধ্যায় সবাই বাড়িতে। হঠাৎ বেলদা কেশিয়াড়ি মোড় রেলগেট সংলগ্ন এলাকায় কানু দে’র বাড়ির গ্যারেজে রাখা একটি প্রাইভেট গাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গাড়ির প্রায় অনেকটা অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশেই আবার ছিল বড় কাপড়ের গুদাম। স্থানীয়রা আগুন এবং কালো ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসেন। পরে বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির কোনও ত্রুটি থেকেই এই আগুন লেগেছে।
advertisement
আরও পড়ুনঃ চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন চন্দ্রকোনার বাবা
প্রসঙ্গত, কালীপুজোর পরে বেলদা কালীমন্দির স্থিত একটি পুজোর সামগ্রী রাখার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবার একটি প্রাইভেট গাড়িতে আগুন লাগল। বাড়ির মধ্যেই জ্বলতে থাকে গাড়িটি। পাশেই বড় কাপড়ের গোডাউন থাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। স্থানীয়রা এবং বেলদা থানার পুলিশ বালতি বালতি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধরে গাড়িটি জ্বলতে থাকে। গাড়ির প্রায় সামনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তার তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার রাতের এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত সকলে।





