আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকের সঙ্গে হবে দুপুরের খাওয়াদাওয়া…মালদহে আজ নতুন চমক অভিষেকের, নজর সেদিকে
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে নিচের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, এরপর দ্রুত লেলিহান শিখা ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে। আতঙ্কে বিল্ডিংয়ের ভিতরে থাকা অফিসকর্মী ও অন্যান্যরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তবে পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন ছড়িয়ে পড়ায় দমকল কর্মীদের সেখানে পৌঁছতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রয়োজনে আরও ইঞ্জিন আনা হতে পারে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।
advertisement
যদিও বিল্ডিংয়ের ভিতরে একটি বেকারি রয়েছে, সেখান থেকেও আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন এবং গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পাশেই রয়েছে একটি ইলেকট্রিক ট্রান্সফরমার সহ ঘনবসতি এলাকা, ফলে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হলেও দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার।






