১২ বছর পর ফের ইতিহাসের দোরগোড়ায় ভারত। মেদিনীপুর কলেজ মাঠে বড় পর্দায় দেখান হবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ। ২০১১-র ওয়াংখেড়ে স্টেডিয়ামের পর ২০২৩- এর নরেন্দ্র মোদী স্টেডিয়াম, বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে ফের ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় ভারত। বিপক্ষে আবার কুড়ি বছর আগের প্রতিপক্ষ তথা ২০০৩ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। আগামী রবিবার (১৯ নভেম্বর) বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ বিশেষভাবে দেখানোর ব্যবস্থা করল মেদিনীপুর পৌরসভা। জেলা শহর মেদিনীপুরের কলেজ মাঠে জায়েন্ট স্ক্রিন বা বড় পর্দায় এই মেগা ফাইনাল ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: চারকোল থেকে টেরাকোটা, সব শিল্পকর্মেই সিদ্ধহস্ত নবম শ্রেণির পড়ুয়া
মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, ঐতিহাসিক এই ফাইনাল ম্যাচ মেদিনীপুর শহরবাসী যাতে আরও ভালোভাবে উপভোগ করতে পারেন, সেইজন্য মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠে জায়েন্ট স্ক্রিন বা বড় পর্দা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। সরাসরি সম্প্রচার হবে সেই পর্দায়। তিনি এও জানিয়েছেন, \”মাঠের ঠিক মাঝখানে এই বড় পর্দা লাগানো হবে। দর্শকদের বসার জন্য ১০০০-টি চেয়ার থাকবে। এছাড়াও, দাঁড়িয়ে দেখতে পারবেন বহু মানুষ।\” ঐক্যবদ্ধ ও সুশৃংখলভাবে শহরবাসী যাতে একসঙ্গে বসে এই খেলা উপভোগ করতে পারেন এবং ভারতের জন্য গলা ফাটাতে পারেন, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন চেয়ারম্যান।
আরও পড়ুন: বয়সটা তার কাছে সংখ্যা, ৭০ বছরের বৃদ্ধা দিচ্ছেন স্বনির্ভরতার দিশা
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের বেলদায়, বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বড় পর্দায় দেখান হবে ক্রিকেট বিশ্বকাপ। উদ্যোগ নিয়েছে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। জয়ের ক্ষেত্রে ভারতকে সমর্থন করতে এবং ভারতীয়দের প্রতীক্ষিত এই ম্যাচকে দেখানোর ব্যবস্থা করছেন ক্রীড়াপ্রেমী বিধায়ক সূর্য অট্ট।
মেদিনীপুর পৌরসভার এই উদ্যোগে খুশি মেদিনীপুরবাসি। ভারতের জয়ের জন্য কাউন্টডাউন শুরু সকলের।
রঞ্জন চন্দ