আরও পড়ুন: শুঁড়ে জড়িয়ে দূরে ছুঁড়ে দিল! বুনো হাতির আক্রমণে আশঙ্কাজনক চা শ্রমিক
রামনগর এলাকার কচিকাঁচারা গ্রামে নানা অনুষ্ঠান দেখতে যায়। কিন্তু সিনেমা হলে তাদের যাওয়া হয় না। তাদের একসঙ্গে বসে সিনেমা দেখার আনন্দ দিতেই স্কুলের এই উদ্যোগ। ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলচ্চিত্র উৎসব হবে এই স্কুলে। প্রথম দিনে দেখানো হবে মৃণাল সেন পরিচালিত ইচ্ছেপূরণ এবং নীলমাধব পাণ্ডা পরিচালিত পুরস্কারজয়ী সিনেমা আই অ্যাম কালাম। এ ছাড়াও তালিকায় রয়েছে আরও অনেক বিখ্যাত সিনেমা।
advertisement
এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজে যুক্ত, আর নাহলে ছোট ব্যবসায়ী। এই সমস্ত পরিবারের ছেলেমেয়েদের পক্ষে সিনেমা হলে যাওয়াটা কিছুটা স্বপ্নের মত। ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১৪০০। তাদের সকলেই এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই আয়োজন প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অমিত্য আঢ্য জানান, কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি, আসানসোল সহ বড় শহরে চলচ্চিত্র উৎসব হয়। সেখানে যাওয়ার মত অবস্থা গ্রামের ছেলেমেয়েদের নেই। এই কথা ভেবেই স্কুলে উৎসবের আয়োজন করা হয়েছে।
শুভজিৎ ঘোষ