আরও পড়ুন: শীতের মরশুমে আলুর দমের মেলা, নানা স্বাদের আলুর দম খেতে আসতেই হবে এই জায়গায়
উদ্যোক্তারা জানান, মেয়েদের এই দাপুটে ফুটবল খেলা দেখে তারা যারপরনাই খুশি। তারা বলেন, আজকাল খবরের কাগজ, টিভিতে দেখি দেশের মেয়েরা খেলাধুলায় যথেষ্ট উন্নতি করছে, পদক জিতে আসছ।আমাদের রাজ্যের ছোট ছোট মেয়েরাও ক্রিকেট খেলছে। ভবিষ্যতে যেন এই মেয়েগুলিকেও আরও বড় জায়গায় খেলতে দেখি, টিভিতে দেখতে পাই। এরা রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করুক”। পাশাপাশি প্রান্তিক এলাকার মেয়েরা যাতে খেলায় অংশগ্রহণ করে তাদের উৎসাহিত করার জন্য উদ্যোগ গ্রহন করার হয়েছে। যেভাবে মহিলাদল ক্রিকেট সহ অন্যান্য খেলায় ভারতের নাম উজ্জ্বল করছে, তেমনি আগামী দিনে মহিলারা ফুটবল খেলাতেও একটি বিশেষ ভূমিকা গ্রহন করবে, এমনটাই মনে করছেন সকলে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেই জন্য দরকার সঠিক পরকল্পনা, পরিকাঠামো ও এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আরও আয়োজন।
Suvojit Ghosh