Hooghly News: শীতের মরশুমে আলুর দমের মেলা, নানা স্বাদের আলুর দম খেতে আসতেই হবে এই জায়গায়
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Potato Curry Fair in Hooghly: হুগলিতে চলছে একদম অভিনব একটি মেলা যার নাম ‘আলুর দমের মেলা’। আর এই ‘আলুর দমের মেলা’ কে কেন্দ্র করে হাজার হাজার মানুষ ভিড় জমান প্রতি বছর হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে।
হুগলি: শীত পড়তেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় নানান রকমের মেলা। বইমেলা, খাদ্যমেলা, ফুলের মেলা, মিলন মেলা আরও অনেক মেলার সঙ্গে অনেকেই পরিচিত। কিন্তু হুগলিতে চলছে একদম অভিনব একটি মেলা। যার নাম ‘আলুর দমের মেলা’। আর এই ‘আলুর দমের মেলা’-কে কেন্দ্র করে হাজার হাজার মানুষ ভিড় জমান প্রতি বছর হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে।
দীর্ঘ দুই থেকে আড়াইশো বছর ধরে এই মেলা চলছে বলেই শোনা যায় লোক মুখে। মূলত বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে এই গ্রামে যে মেলা বসে তা ‘আলুর দমের মেলা’ হিসেবেই পরিচিতি লাভ করেছে। শীতের সময় মাঠ থেকে নতুন আলু তোলেন কৃষকরা। সেই নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে বিক্রি করা হয় মেলা প্রাঙ্গনে। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানও বসে। কোথাও বেতের বোনা বিভিন্ন সামগ্রীর দোকান তো কোথাও বাঁশের তৈরি ঝুড়ির দোকান তো কোথাও কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির দোকান।
advertisement
advertisement
মেলা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একদিকে মেলায় দুর্ঘটনা এড়াতে বা চুরি,ছিনতাইয়ের মত ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েতের তরফ থেকেও একাধিক সেবা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেলায় আগত সাধারণ মানুষের জন্য। মেলা মাঠ পরিদর্শন করেন হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার সহ আরও অনেক আধিকারিকরা। এই কদিন গ্রামবাসীরা চুটিয়ে উপভোগ করেন ‘আলুর দমের মেলা’।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 6:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শীতের মরশুমে আলুর দমের মেলা, নানা স্বাদের আলুর দম খেতে আসতেই হবে এই জায়গায়