পুলিশ জানিয়েছে, মৃতের নাম নবাব শেখ (১৭)। জানা যায়, তিনজন সম্পর্কে বাবা-ছেলে। কাজের সূত্রে তিনজন মিলে বেলডাঙা যাচ্ছিলেন। রেজিনগর স্টেশনের কাছে তাঁদের বাড়ি। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাবা খবীর শেখ ও আসনাবী শেখ।
advertisement
জানা গিয়েছে, খবীর তাঁর দুই ছেলেকে নিয়ে মোটর চালিত ভ্যান নিয়ে ডিজেল আনতে যাচ্ছিলেন। রেজিনগর থেকে বেলডাঙার দিকে যাচ্ছিলেন তাঁরা। এমন সময় একটি ১০ চাকার লরি পিছন থেকে সজোরে ধাক্কা মারে। এর জেরে ইঞ্জিন চালিত মোটর ভ্যান থেকে তিনজনই ছিটকে পড়ে যান। নবাবের উপর দিয়ে লরি চলে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে সেখানে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আহত আসনাবী জানিয়েছেন, ডিজেল আনতে বেলডাঙায় যাচ্ছিলাম। সেই সময় জাতীয় সড়কের উপর একটি লরি ধাক্কা দিলে ভাই নবাবের মৃত্যু হয়। আমি ও বাবা আহত হয়েছি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। চালক ও খালাসি পলাতক। ঘটনার জেরে মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।






