Government Hospital: বেসরকারি হাসপাতালকে জোর টেক্কা! মুর্শিদাবাদের সরকারি হাসপাতালেই তাক লাগানো চিকিৎসা পরিষেবা, দূর হবে মানুষের ভোগান্তি

Last Updated:

Government Hospital: এই হাসপাতাল ৩৪৫ শয্যা বিশিষ্ট, নতুন ভবনটি ১০০ শয্যার হচ্ছে। সেখানে শিশু বিভাগের উপর জোর দেওয়া হয়েছে বলে দাবি স্বাস্থ্য দফতরের কর্তাদের।

+
কান্দি

কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবন

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে আগামীদিনে কড়া টক্কর দেবে! বর্তমানে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে যা পরিকাঠামো তৈরি হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যাবে। হাসপাতালের চিকিৎসা পরিষেবা শুধু নয়, শীততাপ নিয়ন্ত্রিত এই হাসপাতালে নতুন করে ১৫৪টি শয্যা তৈরি করা হয়েছে। সেগুলি হাসপাতালের নতুন ভবনে রয়েছে।
কান্দি মহকুমা হাসপাতালের উপর নির্ভর করেন কান্দি, বড়ঞা, খড়গ্রাম, ভরতপুর ১ ও ২ সহ মোট পাঁচটি ব্লকের বাসিন্দারা। এই হাসপাতাল ৩৪৫ শয্যা বিশিষ্ট, নতুন ভবনটি ১০০ শয্যার হচ্ছে। সেখানে শিশু বিভাগের উপর জোর দেওয়া হয়েছে বলে দাবি স্বাস্থ্য দফতরের কর্তাদের।
আরও পড়ুনঃ আঠেরোর আগেই মোটরবাইক! মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় নাবালকের মৃত্যু, গুরুতর আহত ২
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই হাসপাতালে চিকিৎসক ৪৭ জন, নার্স ১৮৯ জন, চতুর্থ শ্রেণির কর্মী ২১ জন ও সাফাইকর্মী আছেন ২৯ জন। চিকিৎসক ও নার্সের অভাব না থাকলেও চতুর্থ শ্রেণির কর্মী ও সাফাইকর্মীর অভাবের কারণেই নতুন ভবনটির পরিষেবা চালু করা যাচ্ছে না বলে দাবি স্বাস্থ্য দফতরের কর্মীদের।
advertisement
advertisement
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল সহ জেলা ও কান্দি মহকুমার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে নিয়ে হাসপাতালের নতুন ভবনটির পরিদর্শন করেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও পুরপ্রধান জয়দেব ঘটকও ছিলেন। প্রায় ১ ঘণ্টা ধরে হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করার পর দীর্ঘক্ষণ বৈঠক করেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভবনটি চালু না হওয়ায় রোগীর সংখ্যা এতটাই বেশি, হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য ও পরিষেবা বিষয়ক অধিকর্তা স্বপন সোরেন বলেন, “কর্মীর কিছুটা অভাব আছে। দ্রুত সেই সমস্যা মিটিয়ে হাসপাতালটি চালু করার লক্ষ্যেই কাজ এগিয়ে যাচ্ছে।” কবে পরিষেবা মিলবে সেই দিকেই তাকিয়ে এলাকার সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Government Hospital: বেসরকারি হাসপাতালকে জোর টেক্কা! মুর্শিদাবাদের সরকারি হাসপাতালেই তাক লাগানো চিকিৎসা পরিষেবা, দূর হবে মানুষের ভোগান্তি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement