TRENDING:

Hormone Injection In Vegetables: কম সময়ে বেশি মুনাফার লোভ! বেগুন, কুমড়ো, লাউ, তরমুজে হরমোন ইনজেকশন

Last Updated:

Illegal Farming: এক রাতের মধ্যে সবজির ওজন বেড়ে যাচ্ছে ২০ গুণ! এ কেমন ইঞ্জেকশন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: খাদ্যে ভেজাল এবং মন্থর বিষক্রিয়া প্রয়োগ হচ্ছে প্রতিনিয়ত।সাধারন সবজি বাজারেই চলছে এমন কাজ। সকালবেলা উঠে সবজি কিনতে বাজারে যাচ্ছেন। ভাবছেন, তাজা সবজি কিনে আনবেন। এদিকে, চাষের সময় বিষ মিশিয়ে সেই সব্জি হয়ে উঠছে ক্ষতিকর।
advertisement

অনেকে বলেন হাইব্রিড সবজি। বেশ তো বাজারে বড় বড় বেগুন থেকে আরম্ভ করে অন্য নানা ধরণের সবজি কিনে আনছেন। যেগুলো সাধারণ আকার থেকে অনেক বড়। আপনি কি জানেন, ওই সবজিগুলি বড় করা হচ্ছে আসলে ন্য উপায়ে। কীভাবে? অবাক হয়ে যাবেন!

আরও পড়ুন- রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কৃষ্ণনগরে হয়ে আসছে বারদোলের মেলা, এবারও চলছে মেলা

advertisement

অক্সিটোসিন (হরমোন) ইনজেকশন দেওয়া হচ্ছে সবজিগুলিতে। এই প্রচলন বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে বেশ কিছুদিন ধরে চলে আসছিল। ইদানিংকালে হুগলির খানাকুল থেকে আরম্ভ করে হরিণখোলা ইত্যাদি জায়গাতে শুরু হয়েছে সবজিতে অক্সিটোসিন ইনজেকশন দেওয়া।

চাষিরা বিকেলবেলা গাছে জল দেওয়ার পরেই বেগুন ,লাউ, কুমড়ো,তরমুজসহ অনেক সবজিতে সিরিঞ্জ দিয়ে অক্সিটোসিন ইনজেকশন দিচ্ছেন। ১২ ঘন্টার পর অর্থাৎ সকাল হলেই সেগুলি ৫০ গ্রাম ওজন থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়ে যাচ্ছে।

advertisement

দশ থেকে কুড়ি গুণ পর্যন্ত সবজির আয়তন এবং ওজন বেড়ে যাচ্ছে।  খুব আশ্চর্যের বিষয়, এই ধরনের অপরাধে আমাদের মতো সাধারণ মানুষ না জেনেই শিকার হচ্ছি। চিকিৎসকদের বক্তব্য,অক্সিটোসিন হরমোন শরীরে বেশি মাত্রায় গেলে শরীরের নানারকম বিকলাঙ্গতা দেখা দিতে পারে।

বিশেষ করে শিশুদের ক্ষেত্রে চরম ক্ষতিকর। এই ধরনের সবজি খেলে চর্মরোগ, পেটের সমস্যা, ঝিমুনি ভাব, হঠাৎ করে শরীর ফুলে যাওয়া, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি অজান্তে শুরু হতে পারে।

advertisement

জেলাগুলোর বিভিন্ন কৃষি ভান্ডার গুলিতে লুকিয়ে বিক্রি হচ্ছে অক্সিটোসিন ইনজেকশন। বহু চাষী রয়েছেন যারা জানেনই না, ইনজেকশনটা আসলে কী? কী ক্ষতি হতে পারে তাতে? তাঁরা শুধু জানেন, এতে তাড়াতাড়ি ফলন বাড়ে।

আরও পড়ুন- পান্তাভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা, ওপার বাংলার ইলিশে এপার বাংলায় নববর্ষ পালন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

চিকিৎসকদের বক্তব্য, বেশি মুনাফার লোভে বেশ কিছু চাষি যেটা করছে সেটা আইনত বন্ধ না করলে আগামী দিনে অজান্তেই মানুষ অসুস্থ হয়ে পড়বে এবং সমাজে বড় ক্ষতি হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hormone Injection In Vegetables: কম সময়ে বেশি মুনাফার লোভ! বেগুন, কুমড়ো, লাউ, তরমুজে হরমোন ইনজেকশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল