রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কৃষ্ণনগরে হয়ে আসছে বারদোলের মেলা, এবারও চলছে জমাটি মেলা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দীর্ঘ দুই বছর করোনার করাল গ্রাস থেকে মুক্তি পেয়ে আবারও পুনরায় মানুষ এই মেলার মাধ্যমে একসাথে মিলিত হয়ে আনন্দ করছেন৷
#কৃষ্ণনগর: দীর্ঘ প্রতীক্ষার পর আবারও জমে উঠেছে জেলার সর্ববৃহৎ এবং জনপ্রিয় কৃষ্ণনগরের বারদোলের মেলা। করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর মানুষ ছিল ঘরবন্দি। সরকার থেকে জারি করা হয়েছিল একাধিক বিধি নিষেধ। তবে প্রায় দু'বছর পর মহামারীর প্রকোপ কিছুটা কমতেই আবারও ঘুরতে শুরু করেছে দেশের অর্থনৈতিক চাকা। উৎসবে ও অনুষ্ঠানে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ।
তাই এবার কৃষ্ণনগরের জনপ্রিয় বারদোলের মেলা সেজে উঠেছে সাড়ম্বরে। স্থানীয় বাসিন্দাদের মতে, নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তক। যদিও এই সম্পর্কে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। কারণ অনেকেই মনে করেন, অন্নদামঙ্গল কাব্যে রাজা কৃষ্ণচন্দ্রের নামে অনেক তথ্য থাকলেও বারদোলের মেলা সম্পর্কে কোনও কথার উল্লেখ নেই৷
advertisement
advertisement
কারও কারও মতে দোল পূর্ণিমার ১২ দিন পরে এই মেলা শুরু হতো বলে এর নাম দেওয়া হয়েছিল বারদোলের মেলা। তবে জানা যায়, এই ধারণা সম্পূর্ণই ভ্রান্ত। আসলে কৃষ্ণচন্দ্র রাজার কুলবিগ্রহ বড়নারায়ন ব্যতীত আরও বারটি কৃষ্ণবিগ্রহ পূজিত হত। এই বারটি বিগ্রহের জন্যেই এই মেলার নাম রাখা হয় বারদোলের মেলা।
advertisement
আরও পড়ুন - Hilsha Fish: পান্তাভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা, ওপার বাংলার ইলিশে এপার বাংলায় নববর্ষ পালন
মহারাজ কৃষ্ণচন্দ্রের কুলবিগ্রহ বড়নারায়ন ছাড়াও অন্যান্য বিগ্রহ গুলি হল বলরাম, শ্রীগোপীমোহন, লক্ষীকান্ত, ছোটনারায়ন, ব্রহ্মন্যদেব, গড়েরগোপাল, অগ্রদ্বীপের গোপীনাথ, নদিয়া- গোপাল, তেহট্টর কৃষ্ণরায়, কৃষ্ণচন্দ্র, শ্রী গোবিন্দ দেব, মদনগোপাল এই বিগ্রহ গুলি বিরহী, শান্তিপুর, সুত্রাগড়, নবদ্বীপ, অগ্রদ্বীপ, তেহট্ট, বহিরগাছি ইত্যাদি স্থানে প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত।
advertisement
তবে ইতিহাস যাই বলুক না কেন নদিয়ার আবেগময় এই বিখ্যাত বারদোলের মেলা দেখতে আসেন হাজার হাজার মানুষ। দীর্ঘ দুই বছর করোনার করাল গ্রাস থেকে মুক্তি পেয়ে আবারও পুনরায় মানুষ এই মেলার মাধ্যমে একসাথে মিলিত হয়ে আনন্দ করছেন৷
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2022 4:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কৃষ্ণনগরে হয়ে আসছে বারদোলের মেলা, এবারও চলছে জমাটি মেলা