TRENDING:

অবশেষে কাঙ্ক্ষিত বৃষ্টি, স্বস্তিতে রাজ্যের কৃষকেরা

Last Updated:

Burdwan News || গত কয়েকদিন জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিলই। তারপর নিম্নচাপের এই বৃষ্টি ঘাটতি অনেকটাই পূরণ করল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শরদিন্দু ঘোষ, পূর্ব বর্ধমান: অবশেষে অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এসে কাঙ্ক্ষিত বৃষ্টি পেল রাজ্যের শস্যভান্ডার পূর্ব বর্ধমান জেলার কৃষকেরা। নিম্নচাপের হাত ধরে আসা এই দুদিনের বৃষ্টি ধান চাষের লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ করতে পারবে বলে মনে করছে কৃষি দফতর। পরে কাঙ্ক্ষিত বৃষ্টি মিলবে এই আশায় অনেকেই বাড়তি টাকা খরচ করে সাব মার্সিবল পাম্পের সাহায্যে মাটির তলা থেকে জল তুলে ধান রোয়ার কাজ সেরেছিলেন। এই বৃষ্টি চাষ বাঁচানোর কাজে অনেকটাই সহায়ক হবে বলে মনে করছেন তাঁরা।
স্বস্তির বৃষ্টি
স্বস্তির বৃষ্টি
advertisement

পূর্ব বর্ধমান জেলায় লক্ষ ৮০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নিয়েছিল কৃষি দফতর। কিন্তু বর্ষায় দিনের পর দিন অনাবৃষ্টি সেই চাষকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। এই জেলায় সাধারণত ১৫ জূলাইয়ের মধ্যে বেশিরভাগ জমিতে ধান রোয়ার কাজ শেষ হয়ে যায়। কিন্তু এবার ওই সময়ের মধ্যে বৃষ্টির অভাবে ২৫ শতাংশ জমিতেও ধান রোয়া সম্ভব হয়নি। জলাধারে পর্যাপ্ত জল না থাকায় ডিভিসিও চাহিদা অনুযায়ী জল দিতে পারেনি। অবশেষে কৃষকরা মাটির তলার জল তুলে ধান রোয়ার কাজ শুরু করেছিলেন। তবে বৃষ্টি না হলে সেই চাষ কতটা বাঁচানো যাবে তা নিয়ে সংশয় ছিল।

advertisement

আরও পড়ুন- মঙ্গলের স্থান পরিবর্তনে তৈরি হচ্ছে রাজযোগ! জানুন কাদের কেমন কাটবে সময়

আরও পড়ুন- গভীর রাতে বোলপুরে সিবিআই-এর বিরাট দল, অনুব্রতকে কি বাড়ি গিয়ে জেরা? জোর জল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

কৃষকরা বলছেন, এই বৃষ্টি ধান রোয়ার কাজে গতি আনবে অনেকটাই। অনেকের পক্ষেই সাব মার্সিবলের জলে ধান রোয়ার খরচ সামলানো সম্ভব হচ্ছিল না। আবার অনেক এলাকায় সেই সুবিধাও নেই। ফলে অনেক জমিতেই ধান রোয়ার কাজ থমকে ছিল। দুদিনের বৃষ্টি সেই সমস্যা মিটিয়ে দিল। কৃষি দফতরের আধিকারিকরা বলছেন, ধান জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। তাতে গাছের বৃদ্ধি ভাল হয়। ভাল ফলন মেলে। কিন্তু এবার সেই জল না থাকায় কৃষকরা চিন্তায় ছিলেন। বৃষ্টির ঘাটতি ৬০ শতাংশ পার করে গিয়েছিল। গত কয়েকদিন জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিলই। তারপর নিম্নচাপের এই বৃষ্টি সেই ঘাটতি অনেকটাই পূরণ করল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অবশেষে কাঙ্ক্ষিত বৃষ্টি, স্বস্তিতে রাজ্যের কৃষকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল