Mangal Gochar 2022: মঙ্গলের স্থান পরিবর্তনে তৈরি হচ্ছে রাজযোগ! জানুন কাদের কেমন কাটবে সময়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Mangal rashi Parivartan 2022: বৃষ রাশিতে মঙ্গল আগামী ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার পর্যন্ত অবস্থান করে এই প্রভাব প্রতিষ্ঠা করবে ৷
কলকাতা: শ্রাবণ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি পড়বে আগামী ১০ অগাস্ট, ২০২২। বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের পরে, মঙ্গল তার রাশিচক্রের মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময় শুক্রের প্রথম রাশিতেও একটি ক্ষণস্থায়ী পরিবর্তন ঘটতে চলেছে। বৃষ রাশিতে মঙ্গল আগামী ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার পর্যন্ত অবস্থান করে এই প্রভাব প্রতিষ্ঠা করবে (Mangal rashi Parivartan 2022)।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল যেখানে শক্তি, পুরুষত্ব, পরাক্রমের কারক গ্রহ, সেখানে শুক্র শিল্প, প্রেম, আকর্ষণ, সৌন্দর্যের উপাসক। সেক্ষেত্রে মঙ্গলের এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে, স্বাধীন ভারতের রাশিফল বৃষ লগ্ন এবং কর্কট রাশির দ্বারা শাসিত। এই দৃষ্টিকোণ থেকে দ্বাদশ ও সপ্তম ঘরে কারক গ্রহের গমন অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি করবে।
advertisement
advertisement
এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার বড় কোনও প্রকল্প ঘোষণা করতে পারে। সাধারণ মানুষের জন্য সুখের বৃদ্ধি ঘটলেও তাদের খরচের ভারও বহন করতে হবে। ব্যবসায়িক কাজে ইতিবাচক প্রভাব পড়বে।
advertisement
আন্তর্জাতিক পর্যায়ে নতুন পার্টনারশিপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী ও সামরিক ব্যবস্থা নিয়ে নতুন ঘোষণা আসতে পারে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী ইতিবাচক কাজ করতে পারে। সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য নতুন স্কিমও আনা হতে পারে। এইভাবে বৃষ রাশিতে মঙ্গলের গমন যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য লাভজনক হবে, সেখানে ব্যয়ের দিক থেকেও তা অত্যন্ত বৃদ্ধি পাবে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী ইতিবাচক কাজ করতে পারে।
advertisement
এবার দেখে নেওয়া যাক সরাসরি কোন জাতক-জাতিকারা এই গোচরে লাভবান হবেন ৷
মেষ (Aries):
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল গ্রহ শুভ প্রভাব আনতে চলেছে। কারণ এই গ্রহ অষ্টম ঘরের কারক গ্রহ। এমতাবস্থায় ধন-সম্পদের ঘরে মঙ্গল গ্রহের দ্বিতীয় স্থান গমন ধন-সম্পদের দিক থেকে, ব্যবসার দিক থেকে, পারিবারিক দৃষ্টিকোণ থেকে, সন্তানের দিক থেকে, ইতিবাচক ফল দেবে। অধ্যয়ন, শিক্ষাদান ইত্যাদি দিক থেকেও তা লাভজনক প্রমাণিত হবে। তবে কথাবার্তায় তীব্রতা, পেটের সমস্যা, মানসিক চাপ হতে পারে। রাশিফল অনুযায়ী প্রবাল রত্ন ধারণ করলে উপকার মিলবে।
advertisement
বৃষ (Taurus):
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল ব্যয়ের কারক। এর অবস্থান সপ্তম ঘরে হওয়ায় আরোহী ঘরে গমনকালে হঠাৎ রাগ বৃদ্ধি পাবে। তবে দাম্পত্য জীবনে মধুরতা, প্রেমের সম্পর্ক বৃদ্ধি পাবে। পার্টনারশিপের কাজে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে স্বাস্থ্যের জন্য ব্যয়ভার বাড়তে পারে। এই সময়ের মধ্যে দীর্ঘপথ ভ্রমণের পরিস্থিতিও তৈরি হবে। আয় সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে। হনুমানজির পূজা এক্ষেত্রে ভাল ফল দেবে।
advertisement
মিথুন (Gemini):
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল লাভ ও ব্যয়ের ঘরের কারক হওয়ায় এই ঘরে গমন রোগ, ঋণ ও শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে সাহায্য করবে। মঙ্গলের এই পরিবর্তন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিবাচক ফল দেবে। ব্যবসায়িক কাজে লাভ হবে। হঠাৎ ব্যয় বৃদ্ধির কারণে মন অস্থির থাকবে। শক্তি বৃদ্ধি এবং ক্রোধ বৃদ্ধির পরিস্থিতিও তৈরি হবে। হনুমানজির দর্শন ও পূজা করলে ভাল ফল মিলবে।
advertisement
কর্কট (Cancer):
কর্কট রাশির জন্য মঙ্গল দশম ও পঞ্চমে অবস্থান করায় চূড়ান্ত রাজযোগের পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে লাভ বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধিও ঘটবে। সম্মান বৃদ্ধি, সন্তানের দিক থেকে সুখবর পাওয়ার পরিস্থিতি তৈরি হবে। যাঁরা শিক্ষকতা ও অধ্যয়নে নিয়োজিত আছেন তাঁরা ইতিবাচক ফল পাবেন। বক্তৃতার মাধ্যমে জয় লাভ ও সম্মান বৃদ্ধিও হতে পারে। রোগ, কর এবং শত্রুর উপর বিজয় লাভ ঘটবে। মূল রাশিফল অনুসারে প্রবাল রত্ন ধারণ করলে জাতক-জাতিকারা উপকৃত হবেন।
সিংহ (Leo):
সিংহ রাশির জাতকদের জন্য মঙ্গল দশম ঘরে গমন এবং অবস্থান করতে চলেছে। এই ঘরটি তাদের সৌভাগ্য ও সুখের কারক গ্রহের ঘর হওয়ায় জাতক-জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি, সমাজে শক্তি বৃদ্ধি পাবে। তবে জাতক-জাতিকাদের ক্রোধও বৃদ্ধি পেতে পারে। অন্য দিকে, যানবাহন কেনার যোগ রয়েছে, সুখ-শান্তিও বৃদ্ধি পাবে। সন্তানের দিক থেকে সুখবর পাওয়ার পরিস্থিতি তৈরি হবে। পিতার সমর্থন বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সম্মান ও পদমর্যাদা বৃদ্ধির সুযোগ থাকবে। এই সময়ে ক্রোধ নিয়ন্ত্রণ করে, মূল রাশি অনুযায়ী প্রবাল রত্ন ধারণ করলে সেরা ফল পাওয়া যাবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2022 3:00 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Mangal Gochar 2022: মঙ্গলের স্থান পরিবর্তনে তৈরি হচ্ছে রাজযোগ! জানুন কাদের কেমন কাটবে সময়