Viral News: সঙ্গী নয়, রাখিবন্ধন পালন করতে টিন্ডারে বোন খুঁজতে এলেন মুম্বইয়ের এক ব্যক্তি! কিন্তু পেলেন কি সেই বোন?

Last Updated:

Tinder Raksha Bandhan: এই ডেটিং অ্যাপ কাজে লাগিয়েই বোন খুঁজলেন এক ভাই। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি ৷

Representative Image
Representative Image
মুম্বই: সাধারণত ডেটিং অ্যাপ টিন্ডার (Tinder)-এর মাধ্যমে এই প্রজন্মের ছেলে-মেয়েরা খুঁজে নেয় তাদের মনের মানুষকে। কিন্তু এ-বার এই ডেটিং অ্যাপ কাজে লাগিয়েই বোন খুঁজলেন এক ভাই। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি (Viral News)!
রাত পোহালেই রাখি। আর এই পবিত্র রাখিবন্ধন (Raksha Bandhan 2022) উৎসবে প্রতিটি বোন মঙ্গলকামনা করে ভাইদের হাতে বেঁধে দেবে রাখি। কিন্তু মুম্বইয়ের বাসিন্দা ওই ব্যক্তির কোনও বোন নেই। ফলে তাঁর হাতে রাখি বাঁধার মতো কেউ নেই। আবার রাখি উপলক্ষে বোনকে উপহার দেওয়ার বিষয়টাও বড্ড মিস করতেন ওই ব্যক্তি। এ-ভাবে প্রতি বছরই এই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থেকে যান তিনি।
advertisement
advertisement
এর পর বোন খুঁজতে বেছে নেন জনপ্রিয় ডেটিং অ্যাপ (Dating App) টিন্ডারকেই। গত দুই বছর ধরে রাখির ঠিক দুই সপ্তাহ আগে থেকেই বদলে যায় তাঁর টিন্ডার-এর বায়ো (Bio)। বছরের এই সময়টা সেখানে লেখা থাকে, ‘রাখি বন্ধন উৎসবে আনন্দ করতে একটা বোন খুঁজছি’।
advertisement
সম্প্রতি এই ঘটনার কথা শেয়ার করেছেন ওই ব্যক্তি নিজেই। রেডিট (Reddit)-এ নিজের সমস্যা এবং সমস্যার সমাধানের গল্প বলেছেন তিনি। সেখানে ওই ব্যক্তি লিখেছেন, “বরাবরই রাখির সময় ফোমো (FOMO) বা ফিয়ার অফ মিসিং আউট (Fear of Missing Out)-এর একটা অনুভূতি কাজ করত। আর এ-ভাবেই আমার জীবনের অনেকটা সময় কেটে গিয়েছে। আসলে আমার তো কোনও বোন নেই। তাই এই দিনে আমার হাতে রাখি বাঁধার মতোও কেউ নেই। ফলে এই দিনটায় বোনকে উপহারও দিতে পারি না। তাই গত দুই বছর ধরে রাখি বন্ধন উৎসবের ঠিক দুই সপ্তাহ আগে থেকে বায়ো-তে লিখতাম, রাখিবন্ধনের সময় আনন্দ করতে একটা বোন খুঁজছি আমি।”
advertisement
কিন্তু সাড়া কি মিলেছে? হ্যাঁ, এই বিজ্ঞাপনে কাজ হয়েছে এবং সাড়াও মিলেছে। তাই টিন্ডারকে ধন্যবাদ জানিয়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রেডিট-এ আরও লিখেছেন, “এখন আমার দু’টো বোন। এঁদের দু’জনকেই আমি পেয়েছি টিন্ডার থেকে। এই বছর আমরা তিন জনেই একসঙ্গে রাখিবন্ধন উদযাপন করার পরিকল্পনা করেছি। রাখি বাঁধার পাশাপাশি একে অপরকে উপহারও দেব আমরা। ফলে এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।”
advertisement
স্বভাবতই ওই ব্যক্তির এই পোস্ট ভাইরাল হয়েছে। আর এই ঘটনায় তাজ্জব নেটিজেনরাও। অনেকে এই বোন খোঁজার ঘটনায় খুবই মজা পেয়েছেন, আবার কেউ কেউ একটু বিভ্রান্তও বটে। এক নেটাগরিক লিখেছেন, “এটা দেখে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। একটা মেয়ের প্রোফাইল হ্যান্ডেল করত তার বাবা। সেখানে সেই বাবা লিখেছিলেন, আমার মেয়ের জন্য। আসলে তিনি লিখতে চেয়েছিলেন আমার মেয়ের জন্য একটা পাত্র খুঁজছি।” আর এক জন আবার টিন্ডারে বোন খোঁজার ঘটনা নিয়ে লিখেছেন, “এটা দেখে আমি মারাত্মক ভাবে হেসেছি।”
advertisement
নেটিজেনদের প্রতিক্রিয়া যা-ই হোক না-কেন, ওই ব্যক্তি এখন শুধু রাত পোহানোর অপেক্ষায় ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সঙ্গী নয়, রাখিবন্ধন পালন করতে টিন্ডারে বোন খুঁজতে এলেন মুম্বইয়ের এক ব্যক্তি! কিন্তু পেলেন কি সেই বোন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement