CBI team at Bolpur: গভীর রাতে বোলপুরে সিবিআই-এর বিরাট দল, অনুব্রতকে কি বাড়ি গিয়ে জেরা? জোর জল্পনা

Last Updated:

গরু পাচার মামলায় দশ বার তলব করা হলেও মাত্র একবার সিবিআই-এর সামনে হাজিরা দিয়েছেন অনুব্রত৷

বোলপুরে পৌছল সিবিআই৷
বোলপুরে পৌছল সিবিআই৷
#বোলপুর: অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্যেই বুধবার গভীর রােত বোলপুরে পৌঁছল সিবিআই আধিকারিকদের বিরাট দল৷ বুধবারও সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত৷ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরেই বোলপুর থেকে অভিযানে বেরোবেন সিবিআই আধিকারিকরা৷ যদিও অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে তাঁকে জেরা করার পথে সিবিআই হাঁটবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷
গত সোমবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই৷ কিন্তু হাজিরা না দিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান অনুব্রত৷ যদিও হাসপাতালে তাঁকে ভর্তি নেওয়া হয়নি৷ ওই দিন বিকেলেই তিনি বোলপুরের বাড়িতে ফিরে যান৷
advertisement
advertisement
সোমবার বিকেলে প্রথমে কলকাতায় চিনার পার্কের ফ্ল্যাটে এবং মঙ্গলবার সকালে অনুব্রতর বোলপুরের বাড়িতে ফের হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় সিবিআই৷ যদিও তাতেও সাড়া দেননি তৃণমূল নেতা৷ বুধবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের সিবিআই-এর কাছে ১৪ দিন সময় চেয়েছেন অনুব্রত৷
এরই মধ্যে মঙ্গলবার অনুব্রতকে দেখতে তাঁর বাড়িতে যান বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷ তিনি অবশ্য পরে দাবি করেন, জোর করে তাঁকে দিয়ে সাদা কাগজে বেড রেস্টের কথা লিখিয়ে নেন অনুব্রত৷ এর পরেই অনুব্রতর অসুস্থতা নিয়ে বিতর্ক আরও বেড়েছে৷ এই পরিস্থিতিতে অনুব্রত চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে পারেন, এমন সম্ভাবনার কথাও এ দিন ছড়িয়ে পড়ে৷ তার মধ্যেই বোলপুরে পৌঁছল সিবিআই-এর বিরাট দল৷
advertisement
জানা গিয়েছে, সিবিআই আধিকারিকদের নিয়ে মোট পাঁচটি গাড়ি বুধবার রাতে বোলপুরে পৌঁছয়৷ এর মধ্যে তিনটি গাড়ি এসেছে কলকাতার নিজাম প্যালেস থেকে৷ দু'টি গাড়ি এসেছে আসানসোলের সিবিআই দফতর থেকে৷ বোলপুরে কেন্দ্রীয় সরকারি গেস্ট হাউসে উঠেছেন সিবিআই কর্তারা৷ আগামিকাল ভোরেই তাঁদের অভিযানে বেরনোর কথা৷
advertisement
গরু পাচার মামলায় দশ বার তলব করা হলেও মাত্র একবার সিবিআই-এর সামনে হাজিরা দিয়েছেন অনুব্রত৷ এই অবস্থায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপই করা হবে বলে সিবিআই সূত্রে খবর৷
গরু পাচার মামলার পাশাপাশি কয়লা পাচার কাণ্ডেরও তদন্ত করছে সিবিআই৷ সেই সূত্রেও বোলপুর সহ বীরভূমে এর আগে একাধিক বার বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ বৃহস্পতিবার সকালে সিবিআই আধিকারিকদের গন্তব্য কোথায় হয়, সেটাই এখন দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI team at Bolpur: গভীর রাতে বোলপুরে সিবিআই-এর বিরাট দল, অনুব্রতকে কি বাড়ি গিয়ে জেরা? জোর জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement