কিন্তু কেন ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তারা? কৃষকরা বলছেন, অসময়ে আমন চাষ করা হয়েছে। ফলে ফসল উঠতে দেরি হবে। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার কারণে ফলন কম হবে। তাছাড়াও এখন বৃষ্টিপাত হচ্ছে। ফলে জমিতে যে সার, কীটনাশক ব্যবহার করা হচ্ছে, সেগুলি জলে ধুয়ে যাচ্ছে। এই কারণেও ফলন অনেকটা কম হওয়ার আশঙ্কা করছেন তারা। তাছাড়াও বেশি বৃষ্টি হলে জমি জলে ডুবে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
advertisement
আরও পড়ুন : টানা বৃষ্টিতে ফের জল যন্ত্রণার ছবি, পরিস্থিতি সামলাতে রাস্তায় নামলেন মেয়র
আর কি আশঙ্কা রয়েছে কৃষকদের? তারা বলছেন, সদ্য ধানের চারা বপন করা হয়েছে। এই সময় যদি বেশি বৃষ্টিপাত হয়, তাহলে জমিগুলি ডুবে যাবে। ফলে ধানের চারাগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি এমনটা হয়, তাহলে যেটুকু লাভের আশা ছিল, তাও কমে যাবে। প্রবীণ কৃষক মানিক মন্ডল বলছেন, বিঘা প্রতি চলতি বছর আমন চাষের মরশুমে পাঁচ থেকে সাত বস্তার বেশি ধান পাওয়ার আশা তারা রাখছেন না।
আরও পড়ুন : চালক ছাড়াই হঠাৎ চলতে শুরু করল বাস! পিষে দিল বাইক, স্কুটি, ‘ভুতুড়ে কাণ্ড’ ঘটল কীভাবে? জানলে চমকে যাবেন
তবে এত কিছুর মধ্যেও আশা হারিয়ে ফেলেন নি কৃষকরা। তারা বলছেন, আশঙ্কা রয়েছে সত্যি। কিন্তু কৃষিকাজ করা তাদের দায়িত্ব। এটা তারা করবেন। প্রত্যেক বছরই চাষ করার সময় আশঙ্কা থাকে। তবে এবার আবহাওয়ার খবর দেখে একটু বেশি ভয় পাচ্ছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অন্যদিকে যেহেতু সার, কীটনাশকের দাম বেড়েছে, তারফলে ফসল নষ্ট হলে ক্ষতির পরিমাণ বাড়বে, এমনটাই বলছেন তারা।
নয়ন ঘোষ





