বোলপুরের শিবপুর মৌজায় বাম আমলে শিল্পের নামে প্রায় ৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। তবে সেই সময় অধিগ্রহণ করার পরেও শিল্প না হওয়ায় চাষ করছিল চাষিরা৷ রাজ্যে পালাবদলের পর এখানে কেমিক্যাল হাব হওয়ার কথা ঘোষণা করেন তৎকালীন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: অভিষেককে ইডির তলব, শুনে যা প্রতিক্রিয়া দিলেন অনুব্রত! চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মুহূর্তেই
advertisement
পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় সেখানে শিল্পের বদলে গীতবিতান আবাসন প্রকল্প ও বিশ্ব বাংলা হাট হয়৷ আর এতেই বেঁকে বসেন জমিদাতা চাষিরা৷ তাদের প্রথম থেকেই দাবি ছিল, শিল্পের জন্য জমি দিয়েছি, হয় শিল্প হোক না হলে জমি ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু, তৃণমূল বীরভূম জেলা সভাপতি দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলের দাপটে ভেস্তে গিয়েছিল শিবপুরে কৃষক আন্দোলন। অভিযোগ, বহু আন্দোলনকারী চাষিকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছিল৷
আরও পড়ুন: কিছুতেই জামিন চাইছেন না অর্পিতা! নেপথ্যে বড় আশঙ্কা, জেলের বাইরে বেরনোও বন্ধ
গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই ফের আশায় বুক বেঁধেছে অনিচ্ছুক জমিদাতা চাষিরা৷ এদিন শিল্প না হলে জমি ফেরত পেতে আন্দোলনে নামল তারা৷ শিবপুরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়ল। শিল্প না হলে জমি ফেরত চেয়ে শিবপুর জমিহারা কৃষক মঞ্চের ব্যানারে পড়ল পোস্টার৷ আগামীতে জমি ফেরত পেতে বৃহত্তর আন্দোলনের ডাক দিল জমিহারা কৃষকেরা৷ কমপক্ষে ১২০০ কৃষকের জমি রয়েছে এখানে৷
--ইন্দ্রজিৎ রুজ