আরও পড়ুন: আর একটু হলেই…! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি, মুহুর্তের মধ্যে সব শেষ! উঠল কান্নার রোল
মাঠে কাজ করতে গেলে, শুরু হয় ভয়াবহ বৃষ্টি, সঙ্গে পড়তে থাকে বাজ। এবার আবারও বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের শ্রীকৃষ্ণপুরে। রবিবার দুপুরে মাঠে চাষের কাজ করার সময় হঠাৎই বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় মঙ্গল বেসরা (৪১) নামে ওই ব্যক্তির। এলাকার বাসিন্দা পরিমল কুন্ডু জানিয়েছেন, তিনজন মাঠে ঠিকা শ্রমিকের কাজ করতে যান। তখনই হঠাৎ করে প্রবল বাজ পড়তে শুরু করে। মর্মান্তিক মৃত্যু হয় এই যুবকের।
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়ির কাছে অন্যের জমিতে মাঠে চাষের কাজ করছিলেন তিনজন। তাদের মধ্যে ছিলেন মঙ্গলও। দুপুর গড়াতেই কাল মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় বৃষ্টি ও বাজ পড়ে। সেই সময় বজ্রাঘাতে হঠাৎই তিনি মাঠে লুটিয়ে পড়েন। বাকিরা তাকে তুলে চিকিৎসকের কাছে আনলে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানাচ্ছেন, এখন চাষের সময়। মাঠে কাজ চলছে। হঠাৎই বাজ পড়ছে বিভিন্ন সময়। তাতেই বাড়ছে মৃত্যুর ঘটনা।নিহত মঙ্গলের পরিবারে রোজগারের উৎস ছিল সে নিজেই।ফলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।