জানা যাচ্ছে, বছর ৩৮-এর কৃষক কুদ্দুস মন্ডল চাষের কাজে মাঠে গিয়েছিলেন, হঠাৎই আকাশে মেঘ জমে বজ্রবিদ্যুৎ শুরু হয়। সেই মুহূর্তে প্রবল বজ্রাঘাত কুদ্দুসের গায়ে লাগে এবং তিনি কৃষিজমিতেই লুটিয়ে পড়েন।
advertisement
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে নিথর অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে মাটিয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা এই আকস্মিক মৃত্যুর ঘটনা শোনার পর ভেঙে পড়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়রা সতর্ক করছেন, খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি থাকে, সবাইকে সাবধান থাকতে হবে। পরিবারের সঙ্গে দেখা করেন জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, প্রয়োজনে প্রশাসনিক ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্থানীয় নেতা ও প্রতিবেশীরাও পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।