ভারতের জার্সি গায়ে কাঁপিয়েছেন ময়দান! এবার কোচের ভূমিকায় হাওড়ার পারমিতা, প্রত্যন্ত গ্রামের মেয়ে কীভাবে 'ফুটবল নক্ষত্র' হলেন জানুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Paromita Sit Football Coach: হাওড়ার এক প্রত্যন্ত গ্রামে বাড়ি পারমিতার। ভারতীয় মহিলা ফুটবলের একজন গুরুত্বপূর্ণ ও পরিচিত মুখ তিনি। বর্তমানে অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা ফুটবল দলের সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছেন।
বড়গাছিয়া, হাওড়া, রাকেশ মাইতিঃ হাওড়ার প্রত্যন্ত গ্রাম থেকেই জাতীয় ফুটবল দলে সুযোগ করে নিয়েছিলেন পারমিতা। বর্তমানে তাঁর কাঁধে কোচের দায়িত্ব। হাওড়ার ফুটবল প্রশিক্ষক পারমিতা সিট ভারতীয় অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দলের সহকারী কোচ হিসাবে কাজ করছেন। তিনি বাংলা তথা হাওড়ার গর্ব হিসেবে বিবেচিত। তাঁর এই ভূমিকার জন্য তাঁকে ‘ফুটবল নক্ষত্র’ হিসেবে উল্লেখ করা হয়।
হাওড়ার প্রত্যন্ত গ্রাম বড়গাছিয়ায় বাড়ি পারমিতার। ২০১৪ সাল থেকে কর্ণাটকের হয়ে খেলেছেন, ২০১৮ সালে বছর প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেন তিনি। ভারতীয় মহিলা ফুটবলের একজন গুরুত্বপূর্ণ ও পরিচিত মুখ পারমিতা। তিনি তরুণ খেলোয়াড়দের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা ফুটবল দলের সহকারী কোচ। নিতা ফুটবল অ্যাকাডেমি নামে তাঁর একটি অ্যাকাডেমিও রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বোতলবন্দি শহরের গন্ধ! নাকে শুঁকেই চিনুন আসানসোলের আনাচ-কানাচ, ‘এই’ অভিনব জিনিস দেখতে কোথায় যেতে হবে, কী করতে হবে জানুন
২০১৩ সালে প্রাক-অলিম্পিক বাছাই পর্বে জাতীয় দলে খেলেছিলেন পারমিতা। কর্ণাটক মিডিয়া ২০১৪ ইনচিয়ন এশিয়াডের স্ট্যান্ডবাইদের মধ্যেও ছিলেন তিনি। এছাড়া বাংলার সঙ্গে জাতীয় চ্যাম্পিয়নশিপ রানার্স-আপ ট্রফি, BUFC-এর সঙ্গে KSFA মহিলা সুপার ডিভিশন লিগ শিরোপা অর্জন করেছেন।
advertisement
advertisement
৩৬ বছর বয়সী পারমিতা রাজ্যে মহিলা ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করে বলেন, এখানে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাঁর কথায়, ভারতীয় অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দলকে আরও বেশি আক্রমণাত্মক হতে হবে, প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে হবে এবং খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে তাঁরা ভালভাবে পুরো ম্যাচ খেলতে পারে। সেই সঙ্গেই মানসিক দৃঢ়তাও জরুরি, যাতে তাঁরা চাপের মুখে ভাল খেলতে পারেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পারমিতা বলেন, প্রত্যেক খেলোয়াড়েরই নিজস্ব দক্ষতা উন্নত করতে হবে। ড্রিবলিং, পাসিং এবং শ্যুটিং-এর মতো মৌলিক বিষয়গুলিতে আরও বেশি অনুশীলন করতে হবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও সাহস অর্জন করতে হবে যা খেলোয়াড়দের অনেক দূর নিয়ে যেতে পারে। দলের মধ্যে এই গুণগুলি ছড়িয়ে দিতে হবে। এসব টিপস মেনে চললে ভারতীয় অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল ভবিষ্যতে আরও সাফল্য পাবে বলে আশাবাদী অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা ফুটবল দলের সহকারী কোচ পারমিতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
October 08, 2025 4:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারতের জার্সি গায়ে কাঁপিয়েছেন ময়দান! এবার কোচের ভূমিকায় হাওড়ার পারমিতা, প্রত্যন্ত গ্রামের মেয়ে কীভাবে 'ফুটবল নক্ষত্র' হলেন জানুন