TRENDING:

Farakka Barrage : ভয়ঙ্কর পরিস্থিতি, এ যেন ঠিক বসে বসে শেষ হওয়ার দিন গোনা! গঙ্গা গিলে খাচ্ছে আরও একটি গ্রাম

Last Updated:

Farakka Barrage : নতুন করে গঙ্গার পাড়ের বেশ কিছু জায়গা তলিয়ে যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রামে। আগামী দিন গঙ্গার তীরবর্তী যে বাড়িঘর গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফারাক্কা, তন্ময় মন্ডল: শুধু সামশেরগঞ্জ নয়। এবার নতুন করে গ্রাম শেষ হতে বসেছে ফারাক্কাতে। গঙ্গার পাড় ভাঙায় আতঙ্কে বাস করছেন নয়নসুখ গ্রামের বাসিন্দারা। ফারাক্কা ব্যারেজের ভুল সিদ্ধান্তের কারণেই এমন অবস্থা বলে অভিযোগ। স্থানীয়দের দাবি যেহেতু গঙ্গায় ড্রেজিং হয় না তাই ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত গঙ্গার ডাউনস্টিমে এইভাবে ভাঙন হচ্ছে বলে অভিযোগ করেন গ্রামের বাসিন্দারা। গত কয়েকদিন ধরে টানা ভাঙনের জেরে স্থানীয় বাসিন্দারা তাদের নিজস্ব আসবাবপত্র সেখান থেকে সরিয়ে নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। বেশ কিছু পরিবার রাতে জেগে সেখানে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
advertisement

নতুন করে গঙ্গার পাড়ের বেশ কিছু জায়গা তলিয়ে যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রামে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, গঙ্গার পাড় যেভাবে ভেঙে চলেছে, তাতে আগামী দিন গঙ্গার তীরবর্তী যে বাড়িঘর আছে, সমস্ত কিছুই গঙ্গা গর্ভে তলিয়ে যাবে। এক সময় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এই এলাকার গঙ্গা ভাঙনের কাজ করত। এখন কেন্দ্র সরকার ফরাক্কা ব্যারেজ গঙ্গা ভাঙনের কোনওরকম কাজ করছে না বলে অভিযোগ। স্থানীয়রা চাইছেন স্থায়ী সমাধান। কারণ গঙ্গার পাড় যদি এখনই বাঁধন দেওয়া যায়ল তাহলে গঙ্গার তীরবর্তী বাসিন্দ্রারা শান্তি ভাবে বাস করতে পারবেন। না সব শেষ হতে সময় লাগবে না বলে তাঁদের দাবি।

advertisement

আরও পড়ুন : উত্তরবঙ্গে ‘এই’ জায়গায় আবার জারি করা হল হাই অ্যালার্ট! তবে এবার বৃষ্টি নয়, অন্যকিছুর আশঙ্কা। কী জেনে নিন

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গঙ্গা হচ্ছে জাতীয় নদী। সেক্ষেত্রে গঙ্গা ভাঙন জাতীয় সমস্যা। ফরাক্কা ব্যারেজের উদাসীনতা কারণে কেন্দ্র সরকার গঙ্গার ড্রেজিং এর কাজ করে না। ফলে এলাকায় ভাঙন হচ্ছে। আগে কেন্দ্র সরকারের ফরাক্কা ব্যারেজ, ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত ভাঙ্গন এলাকায় কাজ করত। এখন ফরাক্কা ব্যারেজ থেকে ৭ কিলোমিটার আপ ও ৭ কিলোমিটার ডাউন স্ট্রিমে তারা কাজ করবে বলে জানাচ্ছেন। নয়নসুখে ভাঙনের খবর শুনে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ তৃনমূল নেতৃত্ব ভাঙ্গন এলাকায় গত দুইদিন আগে এসেছিলেন। তারপর ফরাক্কার ব্যারেজের জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করেন বিধয়ক মনিরুল ইসলাম।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার তিনি জানিয়েছেন, যে ৭ কিলোমিটার আপ ও ৭ কিলোমিটার ডাউন স্ট্রিমে ফারাক্কা ব্যারেজ কাজ করবে। তার বাইরে রাজ্য সরকার ভাঙনের কাজ করবে। তৃণমূলের বিধায়ক ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে বলেন, এটি একটি জাতীয় সমস্যা। কেন্দ্র সরকারকে এর সমাধান করতে হবে। তখন ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার জানান, আগামী দিন ফরাক্কা থেকে জলঙ্গী পর্যন্ত একটি মাস্টার প্ল্যানের তৈরি করছে কেন্দ্র সরকার। তাতে গঙ্গা ভাঙনের সমাধান হবে বলে বিধায়ককে জানিয়েছেন বলে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farakka Barrage : ভয়ঙ্কর পরিস্থিতি, এ যেন ঠিক বসে বসে শেষ হওয়ার দিন গোনা! গঙ্গা গিলে খাচ্ছে আরও একটি গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল