High Alert : উত্তরবঙ্গে 'এই' জায়গায় আবার জারি করা হল হাই অ্যালার্ট! তবে এবার বৃষ্টি নয়, অন্যকিছুর আশঙ্কা। কী জেনে নিন

Last Updated:

High Alert : গরুমারার জঙ্গলে চোরা শিকারীদের হানাদারির আশঙ্কা। জঙ্গল ও সংলগ্ন এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করল বন দফতর। জোরকদমে চলছে উদ্ধারকাজও।

বন কর্মীদের টহল
বন কর্মীদের টহল
জলপাইগুড়ি, শান্তনু কর : গরুমারার জঙ্গলে চোরা শিকারীদের হানাদারির আশঙ্কা। জঙ্গল ও সংলগ্ন এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করল বন দফতর। গরুমারা জাতীয় উদ্যান এবং সংলগ্ন গ্রাম ও বন বস্তি এলাকায় মাইকিং করে প্রচার। একইসঙ্গে বন্যপ্রাণী ও বন্যপ্রাণীর দেহাংশ দেখলেই বন দফতরকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হল মাইকিং করে।
উল্লেখ্য, উত্তরবঙ্গে ভয়ঙ্কর বিপর্যয়ের পরে ইতিমধ্যেই গন্ডার, বাইসন, হরিণ সহ ৩০টিরও বেশি বন্যপ্রাণীর দেহ উদ্ধার করেছে বন দফতর। উদ্ধার প্রক্রিয়া এখনও চলছে। এছাড়াও প্রায় প্রচুর বন্যপ্রাণীকে উদ্ধারের পর সুস্থ করে জঙ্গলে ফিরিয়েছেন বন কর্মীরা। জঙ্গল সংলগ্ন লোকালয় থেকে উদ্ধার হচ্ছে একের পর এক সাপ। আর এই উদ্ধারকাজের পাশাপাশি আরও একটি বিষয় ভাবিয়ে তুলেছে বন দফতরের আধিকারিক ও কর্মীদের।
advertisement
advertisement
বন দফতরের আশঙ্কা, এখনও অনেক বন্যপ্রাণীর দেহ আনাচে কানাচে পড়ে রয়েছে। সেগুলি যাতে অসাধু কারবারীদের হাতে না যায়, তার জন্য সতর্কতামূলক পদক্ষেপ করতেই এই ব্যবস্থা। ১৯৭২’র বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, বেআইনি কারবার হলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
advertisement
একইসঙ্গে বন্যপ্রাণী উদ্ধারের কাজও সমালতালে চালিয়ে যাওয়া হচ্ছে। সেইসঙ্গে বন্যার জল নামতেই কাজ আরও গতি পয়েছে। এবার জঙ্গলের ভেতর কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব নিকেশ শুরু করছে বন দফতর। প্রসঙ্গত, দুদিনের টানা বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে উত্তরবঙ্গ। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। মানুষের প্রাণ যাওয়ার পাশাপাশি বহু বন্যপ্রাণীর প্রাণ গিয়েছে। তারপর সতর্ক হয়েছে বন দফতর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
High Alert : উত্তরবঙ্গে 'এই' জায়গায় আবার জারি করা হল হাই অ্যালার্ট! তবে এবার বৃষ্টি নয়, অন্যকিছুর আশঙ্কা। কী জেনে নিন
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement