Baby Elephant : বয়স মাত্র ১৫ দিন, ভেসে গিয়েছিল জলের তোড়ে! সন্তানের দিকে মা পর্যন্ত আর ফিরে তাকাল না! নেপথ্যে কারণ জানলে চোখ ভিজে যাবে
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Baby Elephant Rescue : ১৫ দিন বয়সের হস্তি শাবকটিকে নিয়ে আসা হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। মা হারা ওই হস্তিনিকে আনা হয়েছে জাতীয় উদ্যানের কেন্দ্রীয় পিলখানায়।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: ইন্দো নেপাল সীমান্তের মেচি নদী থেকে উদ্ধার। ১৫ দিন বয়সের হস্তি শাবকটিকে নিয়ে আসা হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। মা হারা ওই হস্তিনিকে আনা হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের কেন্দ্রীয় পিলখানায়। বনাঞ্চলে ছাড়ার পরে হাতির পাল নেয় নি। ফিরিয়ে দিয়েছে মা। তাই অবশেষে ঠাঁই হল এখানে।
জানা গিয়েছে ৫ অক্টোবর প্রবল বন্যায় কার্শিয়ং বন দফতরের অধিনে মেচি নদীতে ভেসে যায় হস্তি শাবকটি। তারাবাড়ি এলাকায় হস্তি শাবকটি দলছুট হয়ে যায়। পরে ভেসে মনিরাম এলাকায় ভেসে চলে আসে হস্তি শাবকটি। সেখানেই ভারত ও নেপালের বাসিন্দারা যৌথভাবে হস্তি শাবকটিকে উদ্ধার করে।
advertisement
advertisement
পরে কার্শিয়ং ফরেস্টের পানিঘাট্টা রেঞ্জের কলাবাড়ি বিটে হস্তি শাবকটিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ১৫ দিন বয়সের বাচ্চা হাতিকে আর ফিরিয়ে নেয়নি হাতির পাল। ফিরিয়ে নেয়নি মা হাতিও। পরে এদিক-ওদিক ঘুরতে থাকে মা হারা হাতির শাবকটি। শাবক হাতির শরীরে মানুষের ছোঁয়া লাগলে অনেক সময় হাতির পাল তাকে আর ফিরিয়ে নেয় না। সেই কারণেই তাকে হাতির পাল আর ফিরিয়ে নেয়নি বলে মত বন্যপ্রাণী বিশেষজ্ঞদের।
advertisement
আরও পড়ুন : কথায় বলে না ‘আশায় বাঁচে চাষা’! কিন্তু এবার সেটাও নেই, অভিমানে নবান্ন উৎসব বাতিল করল এই গ্রাম
কিন্তু হাতির শাবকের নিরাপত্তার কথা বিবেচনা করে ফের হাতির শাবকটিকে উদ্ধার করে জলদাপাড়ার পিলখানায় পাঠালো বন দফতর। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ান জানিয়েছেন, হাতির শাবকটি বিশেষজ্ঞদের তত্বাবধানে ভাল আছে জলদাপাড়ায়। তবে হস্তি শাবকের মা হারানোর এই ঘটনায় চোখে জল আসছে অনেকের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
October 11, 2025 10:45 PM IST